নয়াদিল্লি: আর মাত্র দু’বছর, তারপরেই আবার দামামা বাজবে ভোটের। লোকসভা নির্বাচন। এখন থেকেই অল্প অল্প করে নিজেদের আখের গোছানোর কাছ ইতিমধ্যে শুরু করে দিয়েছে সব রাজনৈতিক দলগুলি। আসন্ন লোকসভা ভোটের জন্য পদক্ষেপ কী হবে, কোন পন্থা অবলম্বন করা হবে, সেই দিকের বিচার করা শুরু হয়েছে। এরই মধ্যেই বড় সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন বিজেপির শীর্ষ নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নরেন্দ্র মোদী কে নিয়েই সবথেকে বেশি জল্পনা। তাহলে কি তিনিই হচ্ছেন ফের বিজেপির প্রধানমন্ত্রী মুখ, নাকি এর বদল ঘটছে?
আরও পড়ুন: প্রায় ৬ লক্ষ আধার নম্বর বাতিল! আপনারটা হল না তো
বিহারের পাটনায় বিজেপির যৌথ জাতীয় কর্মসমিতির বৈঠক ছিল। সেই বৈঠক থেকে এই ইস্যুতে বড় ঘোষণা করেছেন অমিত শাহ। তাঁর স্পষ্ট কথা, আগামী লোকসভা নির্বাচনেও বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী হতে চলেছেন নরেন্দ্র মোদী। তাঁর জায়গার কোনও বদল হচ্ছে না। একই সঙ্গে তিনি এও জানিয়েছেন, ২০২৪ সালের নির্বাচনে বিজেপি-জেডিইউ একসঙ্গে লড়াই করবে। পরবর্তী ভোটের এখনও এতদিন বাকি থাকলেও এখনই এই ঘোষণা যে অমিত শাহ কিছু একটা ভেবেই করলেন তা মনে করছেন অনেকেই। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এটি বিজেপি শীর্ষ স্থানীয়দের একটি গুরুত্বপূর্ণ চাল হতে পারে, বিরোধীদের এখন থেকে দাবিয়ে রাখার জন্য। কারণ এই মুহূর্ত পর্যন্তও প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা খুব একটা কম নয়।
অনেকে মনে করছিল, পরবর্তী নির্বাচনে হয় অন্য কেউ প্রধানমন্ত্রী পদপ্রার্থী হবেন এবং নরেন্দ্র মোদী অন্য দায়িত্ব পালন করবেন বা রাজনীতি থেকে অবসর নেবেন। কিন্তু সেটা যে হচ্ছে না, তা ভালো মতোই স্পষ্ট করে দিয়েছেন অমিত শাহ। অন্যদিকে, বিজেপি-জেডিইউ সম্পর্কের অবনতি হয়েছিল বলে কানাঘুষো শোনা যাচ্ছিল। সেটাও যে গুঞ্জন ছাড়া আর কিছু নয়, তা স্পষ্ট হয়ে গেল এদিন।