নয়াদিল্লি: ভারতীয় সেনাবাহিনীর পরবর্তী প্রধান হিসাবে ঘোষণা হয়ে গেল মনোজ পাণ্ডের নাম৷ দেশের ২৯ তম সেনাপ্রধান হতে চলেছেন তিনি৷ কর্পস অফ ইঞ্জিনিয়ার্সের প্রথম অফিসার হিসাবে সেনাপ্রধান হবেন পাণ্ডে৷ সেনা প্রধান হিসেবে দীর্ঘ ২৮ মাস ধরে কাজ করার পর এপ্রিলের শেষ হচ্ছে জেনারেল মনোজ মুকুন্দ নারাভানের সময়কাল। তাঁর স্থলাভিষিক্ত হবেন মনোজ পাণ্ডে৷ ১ মে থেকে দায়িত্ব নেবেন তিনি৷
আরও পড়ুন- ঘোষণাই সার, ট্রেনে বেডরোল কোথায়? বিশেষ নিয়ম ভারতীয় রেলে
ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির প্রাক্তন ছাত্র মনোজ পাণ্ডে ভারতীয় সেনাবাহিনীর ভাইস চিফ লেফটেন্যান্ট জেনারেল। ১৯৮২ সালে কর্পস অফ ইঞ্জিনিয়ার্সে যোগ দেন তিনি। জম্মু ও কাশ্মীরে পুলওয়ামা সেক্টরে লাইন অব কন্ট্রোলের (LOC) পাল্লানওয়ালা সেক্টরে ‘অপারেশন পরাক্রমে’র সময় ১১৭ ইঞ্জিনিয়ারিং রেজিমেন্টের নেতৃত্বে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল পাণ্ডে। ২০০১ সালের ডিসেম্বর মাসে সংসদের জঙ্গি হামলার পরেই শুরু হয় ‘অপারেশন পরাক্রম’৷ দেশের পশ্চিম সীমান্তে বিপুল পরিমা সেনা, যুদ্ধাস্ত্র মোতায়েন করা শুরু হয়। যা যুদ্ধের মুখোমুখি নিয়ে এসেছিল ভারত-পাকিস্তানকে৷ সেই অপারেশনের নেতৃত্ব দিয়েছিলেন লেফটেন্যান্ট জেনারেল পাণ্ডে।
গত ৩৯ বছরের সেনা জীবনে লেফটেন্যান্ট জেনারেল পাণ্ডে পশ্চিম সীমান্তে ইঞ্জিনিয়ারিং ব্রিগেড, এলওসি বরাবর ইনফ্যান্টারি ব্রিগেড, লাদাখ সেক্টরে মাউন্টেন ডিভিশন এবং উত্তর-পূর্বে কর্পস কমান্ড করেছিলেন৷ ইস্টার্ন কমান্ডের দায়িত্ব নেওয়ার আগে লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডে ছিলেন আন্দামান-নিকোবর কমান্ডের কমান্ডার ইন চিফ।
জেনারেল পাণ্ডে স্টাফ কলেজ, ক্যাম্বারলে (ইউনাইটেড কিংডম)-র এর একজন স্নাতক এবং হায়ার কমান্ড (এইচসি) এবং ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) থেকে কোর্স করেছেন। তিনি ইথিওপিয়া ও ইরিত্রিয়ায় রাষ্ট্রপুঞ্জের মিশনে প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেছেন। সামলেছেন সেনা সদর দফতরের ‘মিলিটারি অপারেশনস ডিরেক্টরেটে’র অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল, চিফ অফ স্টাফ হেডকোয়ার্টার সাউদার্ন কমান্ড এবং ডিরেক্টর জেনারেল ডিসিপ্লিন সেরিমোনিয়াল অ্যান্ড ওয়েলফেয়ারের নিয়োগগুলি৷
জেনারেল পাণ্ডে ২০২০ জুন থেকে ২০২১-এর মে মাস পর্যন্ত আন্দামান ও নিকোবর কমান্ডের কমান্ডার-ইন-চিফ (CINCAN) এবং জুন ২০২১ থেকে জানুয়ারি ২০২২ পর্যন্ত জেনারেল অফিসার কমান্ডিং-ইন-চিফ ইস্টার্ন কমান্ড ছিলেন। ১ ফেব্রুয়ারি ২০২২-এ তিনি সেনাবাহিনীর ভাইস চিফ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
গত তিন মাসে কয়েকজন শীর্ষ আধিকারিক অবসর নেওয়ার পরে তিনিই ছিলেন সবচেয়ে সিনিয়র। লেফটেন্যান্ট জেনারেল রাজ শুক্লা, যিনি আর্মি ট্রেনিং কমান্ডের (এআরটিআরএসি) প্রধান ছিলেন, ৩১ মার্চ অবসর গ্রহণ করেন। আরও কয়েকজন সিনিয়র জানুয়ারির শেষের দিকে অবসর নিয়েছেন। লেফটেন্যান্ট জেনারেল সিপি মোহান্তি এবং লেফটেন্যান্ট জেনারেল ওয়াই কে যোশি ৩১ জানুয়ারি অবসর নেন৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>