আধারের ব্যক্তিগত তথ্য কি ফাঁস হয়েছে? জবাব দিল কেন্দ্র

আধারের ব্যক্তিগত তথ্য কি ফাঁস হয়েছে? জবাব দিল কেন্দ্র

313fc214b7b3c6618dafabcadc8ad8aa

নয়াদিল্লি: আধার কার্ড নিয়ে মানুষের প্রশ্নের কোনও শেষ নেই। আদৌ কি এই কার্ডের তথ্য সুরক্ষিত, নাকি তথ্য ফাঁস হওয়ার ভয় আছে, জানতে চান সকলেই। সাম্প্রতিক সময়ে আবার ক্যাগের রিপোর্টে আধারের ‘এনক্রিপশন’ পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছিল। অন্যদিকে কিছুদিন আগেই লক্ষাধিক আধার কার্ডের নম্বর বাতিল করা হয়েছে। এই আবহে আধার কার্ড নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিল কেন্দ্রীয় সরকার।

আরও পড়ুন- জিওর পর রিলায়েন্স রিটেলের দায়িত্বও ছাড়ছেন মুকেশ আম্বানি, আসছে পরের প্রজন্ম

রাজ্যসভায় কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব স্পষ্ট জানিয়েছে, আধার ডেটা ভল্ট থেকে কোনও তথ্য বাইরে ফাঁস হয়নি। সেই সব তথ্য সুরক্ষিত আছে। যদিও তাঁর পরামর্শ কেউ যেন কোনও বৈধ জায়গা ছাড়া এই তথ্যগুলি অন্যত্র না দেন, তাহলে বিপদ বাড়বে আর সরকারের কিছু করার থাকবে না। বুঝে শুনে বৈধ জায়গাতেই আধার কার্ডের তথ্য দিতে বলছেন তিনি। এছাড়াও মন্ত্রী জানিয়েছেন, আধারে ২৫৬ টি ‘এনক্রিপশন’ পদ্ধতি মেনে চলা হয়, তাই তথ্য ফাঁস হওয়ার কোনও প্রশ্নই ওঠে না। পাশাপাশি ইউএডিএআই ইতিমধ্যেই আধার লকিং সিস্টেম তৈরি করেছে, বায়োমেট্রিক লকিং সিস্টেমও এতে রয়েছে। তাই সকলের তথ্য যে একদম সুরক্ষিত আছে সেটাই আশ্বস্ত করে বলেছেন তিনি।

প্রসঙ্গত, কিছুদিন আগেই বাতিল করা হয়েছে প্রায় ৬ লক্ষ আধার নম্বর। এমনটাই সিদ্ধান্ত নিয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া বা ইউআইডিএআই। তথ্য বলছে, এই সমস্ত আধার নম্বর নকল বা জাল এবং মূলত বিভিন্ন প্রকার দুর্নীতি করতেই ব্যবহার করা হত। বিশদ জানতে আপনাকে যেতে হবে ইউআইডিএআই-এর অফিশিয়াল ওয়েবসাইটে, ‘https://resident.uidai.gov.in/offlineaadhaar’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *