পাটনা: বিহারে চলছে দ্বিতীয় দফার ভোট গ্রহণ৷ তিন দফার মধ্যে দ্বিতীয় দফার ভোট নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ৷ এদিনের ভোটের উপর অনেকটাই নির্ভর করছে বিহারের ভবিষ্যত৷ মঙ্গলবার দ্বিতীয় দফায় ১,৪৬৩ জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হতে চলেছে বলে রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর। অন্যদিকে দ্বিতীয় দফায় ভোটারের সংখ্যা ২.৮৫ কোটি৷ এর মধ্যে ১ কোটি ৩৫ লক্ষ মহিলা ভোটার৷
আরও পড়ুন- নিরাপত্তা বাড়ানো যাবে না! বাবরি মামলার বিচারপতির আবেদন খারিজ সুপ্রিম কোর্টের
প্রথম দফায় নির্বিঘ্নেই মেটে ভোট পর্ব৷ ভোটদানের হারও ছিল উল্লেখযোগ্য৷ আজ ১৭টি জেলার ৯৪টি আসনে চলছে ভোট গ্রহণ৷ সবচেয়ে বেশি প্রার্থী রয়েছে মহারাজাগঞ্জে (২৭ জন)৷ আর সবচেয়ে কম প্রার্থী দারৌলি (৪)-তে৷ আজ ভাগ্য নির্ধারণ হবে আরজেডি তথা মহাগাটবন্ধন জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব এবং তাঁর দাদা তেজপ্রতাপ যাদবের৷ তেজস্বী লড়ছেন আরজেডি-র শক্ত ঘাঁটি রঘোপুর থেকে৷ অন্যদিকে, সমস্তিপুর জেলার হাসানপুর থেকে ভোটে দাঁড়িয়েছেন তেজপ্রতাপ৷ বিহারের দুই মন্ত্রী রামসেবক সিং (জেডিইউ) ও রানা রণধীর সিং (বিজেপি)-এর ভাগ্যও নির্ধারণ হবে আজ। বিহারের বাঁকিপুর কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে ভোটে লড়ছেন শত্রুঘ্ন সিনহার ছেলে লাভ সিনহা৷
দ্বিতীয় দফায় ৯৪টি আসনের মধ্যে ৫৬টি আসনেই প্রার্থী দিয়েছে আরজেডি৷ কংগ্রেস লড়ছে ২৪টি আসনে৷ বিজেপির সঙ্গে তাদের হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে ২৭টি আসনে। সকাল ১০টা পর্যন্ত বিহারে ভোট পড়েছে ৮.১৪ শতাংশ৷ সকাল সকালই ভোট দেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার৷ সকলকে ভোট দেওয়ার আবেদনও জানান তিনি৷ পাটনায় ১৬০ নম্বর বুথে ভোট দিতে পৌঁছন তেজস্বী যাদব এবং বাবরী দেবী৷ বারবী দেবী বলেন, ‘‘উন্নয়নের স্বার্থে রাজ্যে পরিবর্তনের প্রয়োজন আছে৷ প্রতিটি আসনে জিতবে মহাগাটবন্ধন জোট৷ বিহারের মানুষ আমাদের এই বার্তা দিয়েছে৷’’
আরও পড়ুন- সবজির দামে আগুন, জানুয়ারির আগে স্বস্তি নেই মধ্যবিত্তের
অন্যদিকে, কোভিড প্রোটোকল মেনে বিহারের মানুষকে ভোট দেওয়ার আর্জি জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব বর্তমানে জেলে থাকলেও, দ্বিতীয় দফার ভোটেই হবে আরজেডি-র শক্তি প্রদর্শন৷ দ্বিতীয় দফার আধিকাংশ আসনই আরজেডি’র শক্ত ঘাঁটি৷ ফলে লড়াই হবে হাড্ডাহাড্ডি৷ এদিন সকাল থেকেই বুথে বুথে দেখা যায় ভোটারদের লম্বা লাইন৷ কোভিড প্রটোকল মেনেই ভোট দিচ্ছেন তাঁরা৷