করোনা বিরুদ্ধে ৯০ শতাংশ কার্যকরী ‘কোরবিভ্যাক্স’, হতে পারে ‘গেম চেঞ্জার’

করোনা বিরুদ্ধে ৯০ শতাংশ কার্যকরী ‘কোরবিভ্যাক্স’, হতে পারে ‘গেম চেঞ্জার’

নয়াদিল্লি: করোনার দ্বিতীয ঢেউ অনেকটাই সামাল দিযে উঠেছে দেশ৷ কিন্তু চোখ রাঙাচ্ছে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা৷ ফলে টিকাকরণের উপর অধিক পরিমাণে জোড় দেওয়া হচ্ছে৷ সেই জায়গায় দাঁড়িয়ে আশা জাগাচ্ছে ভারতে তৈরি বায়োলজিক্যাল ই-র টিকা৷ করোনা প্রতিরোধে এই টিকা ৯০ শতাংশ কার্যকর বলে আশা করা হচ্ছে৷ এবং এই টিকা হয়ে উঠতে পারে ‘গেম চেঞ্জার’৷ 

আরও পড়ুন- দেশে বেড়েছে দৈনিক সংক্রমণ, স্বস্তি দিচ্ছে ৭১ দিনের সর্বনিম্ন অ্যাক্টিভ কেস

কেন্দ্রের কোভিড ওয়ার্কিং গ্রুপের চেয়ারপার্সন এনকে আরোরা জানিয়েছেন, শীঘ্রই এই টিকার তৃতীয় পর্যায়ে ট্রায়াল শুরু হবে৷ ট্রায়াল শেষ হওয়ার পর সম্ভবত অক্টোবর মাসের মধ্যেই  বাজারে চলে আসবে বায়োলজিক্যাল ই-তৈরি টিকা কোরবিভ্যাক্স৷ তিনি আরও জানিয়েছেন, করবিভ্যাক্স টিকাটি অনেকটা নোভ্যাক্স টিকার মতই৷ নোভ্যাক্স টিকাটি ভারতে আনতে চলেছে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া৷ অক্সফোর্ড- অ্যাস্ট্রোজেনেকার কেভিশিল্ড টিকাটিও তৈরি করছে সেরাম৷ ড. আরোরা বলেন, ‘সেরান ইনস্টিটিউটের নোভ্যাক্স নিয়ে আমা খুবই উৎসাহিত৷ নোভ্যাক্সের বিলিয়ন ডোজ তৈরি করতে চলেছে সেরাম৷ এটি কোরানা ভাইরাসের বিরুদ্ধে ৯০ শতাংশ কার্যকরী এবং দামেও সস্তা৷’’ তাঁর কথায় নোভ্যাক্সের মতোই কার্যকরী কোরবিভ্যাক্স৷ উল্লখ্য, তৃতীয় পর্যায়ের ট্রায়াল শুরু হচ্ছে নোভ্যাক্সেরও৷ জানা গিয়েছে, হায়দরবাদের সংস্থা বায়ো ই-র দুটি টিকার দাম হতে পারে ২৫০ টাকা৷ 

এছাড়াও দেশে করোনা ভ্যাকসিন তৈরি করছে জাইডাস-ক্যাডিলা৷ আরএনএ ভিত্তিক কোভিড ভ্যাকসিন তৈরি করছে পুণের বায়োফার্মাসিউটিক্যালস নামে একটি সংস্থাও৷ আগামী দিনে সারা বিশ্ব সস্তা টিকার জন্য ভারতের উপর নির্ভর করবে বলেও মনে করেন ড. আরোরা৷ এদিন বৃহস্পতিবার সকালে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৬২ হাজার ২২৪ জন৷ যা নিয়ে ভারতে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছল ২ কোটি ৯৬ লক্ষতে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + 3 =