১২৫ দিনে সর্বনিম্ন সংক্রমণ দেশে, দৈনিক মৃত্যু হল ৪০০-র কম

১২৫ দিনে সর্বনিম্ন সংক্রমণ দেশে, দৈনিক মৃত্যু হল ৪০০-র কম

নয়াদিল্লি: সংক্রমণের নিম্নমুখ আজও অব্যাহত দেশে।তবে সাম্প্রতিক সময়ের সবচেয়ে স্বস্তি হয়তো আজকের তথ্য দেবে। কারণ দৈনিক মৃত্যু নেমে এসেছে ৪০০-র নিচে। এদিকে, ১২৫ দিনে সর্বনিম্ন সংক্রমণ হয়েছে দেশে। বিগত কয়েক দিনে দেশের সার্বিক পরিস্থিতিতে উত্থান-পতন ঘটেছিল। তবে আজকের পরিসংখ্যান অনেকটাই ভাল বার্তা দিচ্ছে। 

শেষ পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৩০ হাজার ০৯৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ১১ লক্ষ ৭৪ হাজার ৩২২ জন। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩৭৪ জনের। এই নিয়ে দেশে মোট মৃত্যু হল ৪ লক্ষ ১৪ হাজার ৪৮২ জনের। মোট মৃত্যুর সংখ্যায় আমেরিকা এবং ব্রাজিলের পর ভারতে করোনার জেরে মৃত্যু ৪ লক্ষ ছাড়িয়েছে অনেক দিন আগেই। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৪৫ হাজার ২৫৪ জন। এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৩ লক্ষ ৫৩ হাজার ৭১০ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। এখন দেশে মোট সক্রিয় রোগী রয়েছেন ৪ লক্ষ ৬ হাজার ১৩০জন। এদিকে, দেশের সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৭ শতাংশের ওপরেই।

আরও পড়ুন: আগামী ১২০-২৫ দিন ভীষণ গুরুত্বপূর্ণ! ‘তৃতীয় ঢেউ’ নিয়ে সতর্কবার্তা কেন্দ্রের

এদিকে, কেন্দ্র ইতিমধ্যেই জানিয়েছে যে, করোনা ভাইরাসের বিরুদ্ধে যে হার্ড ইমিউনিটি লাগে সেটা এখনো দেশে আসেনি। তাই তৃতীয় ঢেউয়ের জন্য সাধারণ মানুষকে আরো বেশি সচেতন হতে হবে। পালন করতে হবে করোনাভাইরাস নিয়ম বিধি। হার্ড ইমিউনিটি সঠিকভাবে তৈরি হয়নি বলেই দেশের নানা জায়গায় সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে বলে জানানো হয়েছে। এই প্রেক্ষিতেই দাবি করা হচ্ছে যে আগামী কমপক্ষে ৩ মাস খুবই গুরুত্বপূর্ণ দেশের জন্য। চিকিৎসক মহলের একাংশ আবার ইতিমধ্যেই দাবি করেছে যে করোনাভাইরাস তৃতীয় ঢেউ ভারতে অন্ততপক্ষে ৯৮ দিন স্থায়ী হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + seventeen =

দৈনিক আক্রান্ত এবং মৃত্যু অনেকটাই কম, দ্বিতীয় তরঙ্গ কার্যত শেষ?

দৈনিক আক্রান্ত এবং মৃত্যু অনেকটাই কম, দ্বিতীয় তরঙ্গ কার্যত শেষ?

নয়াদিল্লি: দীর্ঘ ১০২ দু’দিন পর দেশের দৈনিক আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা এতটা কম হল। করোনাভাইরাস দ্বিতীয় ঢেউয়ের মাঝে এদিন দৈনিক আক্রান্তের সংখ্যা কমে গেল ৪০ হাজারের নিচে। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ৫৬৬ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৩ লক্ষ ১৬ হাজার ৮৯৭ জন।

তথ্য বলছে, এদিনও দেশের দৈনিক মৃত্যু এক হাজারের নীচে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৯০৭ জনের। এ নিয়ে করোনা ভাইরাস পর্বে দেশে মোট মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৯৭ হাজার ৬৩৭ জনের। এখন দেশে সক্রিয় রোগী রয়েছেন ৫ লক্ষ ৫২ হাজার ৬৫৯ জন। এদিকে, দেশে সংক্রমণের হার এখন ৭.৪৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সংক্রমণ হার মাত্র ২.১২ শতাংশ। সুস্থতার হার বেড়ে দাঁড়াল ৯৬.৮৬ শতাংশ।

আরও পড়ুন- BJP-র রাজ্য কমিটির বৈঠকে ‘নজরে’ রাজীব-কৈলাস, কোন পথে হাঁটবেন দুই নেতা?

অন্যদিকে বাংলাতেও করোনা ভাইরাস পরিস্থিতির ব্যাপক উন্নতি হয়েছে। আগের তুলনায় সংক্রমণ অনেকটাই কম। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ভাইরাস আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৬১ জন। তথ্য বলছে, রাজ্যের করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে এখনও সবথেকে উদ্বেগজনক অবস্থায় রয়েছে উত্তর ২৪ পরগনা। কারণ সেখানে একদিনে আক্রান্ত হয়েছেন সর্বাধিক ১৮৬ জন, এর পরে রয়েছে কলকাতা। একদিনে সংক্রমিত সেখানকার ১৬৩ জন। তৃতীয় স্থানে দার্জিলিং ও পশ্চিম মেদিনীপুর। একদিনে সেখানে আক্রান্ত হয়েছেন যথাক্রমে ১৬৩ জন, এবং ১১৫ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৭. ৩৩ শতাংশ। এখনও পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১৪ লক্ষ ৯৬ হাজার ৭১০। মোট করোনাজয়ীর সংখ্যা ১৪ লক্ষ ৫৭ হাজার ৪৮৬ জন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + 4 =

দেড় হাজারের নিচে নামল দেশের দৈনিক মৃত্যু, নিম্নমুখী হল আক্রান্তের সংখ্যাও

দেড় হাজারের নিচে নামল দেশের দৈনিক মৃত্যু, নিম্নমুখী হল আক্রান্তের সংখ্যাও

নয়াদিল্লি: করোনাভাইরাস দ্বিতীয় ঢেউ থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে গোটা দেশ। আজ দৈনিক সংক্রমণের সংখ্যা ৫০ হাজারের নিচে নেমেছে এবং একই সঙ্গে মৃত্যুর সংখ্যাও হ্রাস পেয়েছে আগের থেকে। পাশাপাশি দেশে সক্রিয় করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যাও নিম্নগামী হয়েছে।

শেষ পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ৬৯৮ জন। আবার গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ১ হাজার ১৮৩ জনের। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ১ লক্ষ ৮৩ হাজার ১৪৩ জন। মোট প্রাণ হারালেন ৩ লক্ষ ৯৪ হাজার ৪৯৩ জন। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ৫ লক্ষ ৯৫ হাজার ৫৬৫ জন। পাশাপাশি দৈনিক সংক্রমণের হার ৩ শতাংশের নীচে রয়েছে। রাজ্যভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, সংক্রমণের শীর্ষে এখন রয়েছে কেরল, সেখানে আক্রান্ত প্রায় ১২ হাজার। এরপরে রয়েছে মহারাষ্ট্রে, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশে, কর্ণাটক। তবে বাংলার সংক্রমণ আগের থেকে অনেকটাই কমে গিয়েছে। 

আরও পড়ুন: দেবাঞ্জনের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা চান মমতা, ব্যাপক ক্ষুব্ধ তিনি

গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ভাইরাস আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৩৩ জন। তথ্য বলছে, রাজ্যের করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে এখনও সবথেকে উদ্বেগজনক অবস্থায় রয়েছে উত্তর ২৪ পরগনা। কারণ সেখানে একদিনে আক্রান্ত হয়েছেন সর্বাধিক ২৩৭ জন, এর পরে রয়েছে কলকাতা। একদিনে সংক্রমিত সেখানকার ১৯০ জন। দক্ষিণ ২৪ পরগনায় একদিনে সংক্রমিতের সংখ্যা ১১২। হাওড়াতে ১১৩ জন এবং হুগলিতে একদিনে আক্রান্ত হয়েছেন ১১২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৭. ৩৩ শতাংশ। এখনও পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১৪ লক্ষ ৯১ হাজার ২১৯। মোট করোনাজয়ীর সংখ্যা ১৪ লক্ষ ৫১ হাজার ৪৩৭ জন। এই একই সময়ে করোনাকে হারিয়ে জয়ী হয়েছেন ১ হাজার ৯৭৫ জন। গত একদিনে রাজ্যে মৃত্যুর সংখ্যা ৩৫। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭ হাজার ৫৫১। রাজ্যে সুস্থতার হার ৯৭.৩৩ শতাংশ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 − 1 =

দেশে বেড়েছে দৈনিক সংক্রমণ, স্বস্তি দিচ্ছে ৭১ দিনের সর্বনিম্ন অ্যাক্টিভ কেস

দেশে বেড়েছে দৈনিক সংক্রমণ, স্বস্তি দিচ্ছে ৭১ দিনের সর্বনিম্ন অ্যাক্টিভ কেস

নয়াদিল্লি: করোনাভাইরাস দ্বিতীয় ঢেউ অনেকটাই সামলে উঠেছে ভারত। অন্তত বিগত কয়েক দিনের পরিসংখ্যান তার ইঙ্গিত দিচ্ছে। যদিও এদিন কিছুটা বেড়েছে দৈনিক সংক্রমণের সংখ্যা। তবে দেশের অ্যাক্টিভ কেসের সংখ্যা স্বস্তি দিচ্ছে সকলকে কারণ ৭১ দিনের মধ্যে সর্বনিম্ন অ্যাক্টিভ কেস রয়েছে দেশে।

শেষ পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন ৬৭ হাজার ২০৮ জন। এই একই সময়ে মৃত্যু হয়েছে ২ হাজার ৩৩০ জনের। সব মিলিয়ে দেশে মোট ভাইরাস আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯৭ লক্ষ ৩১৩, এবং মোট মৃত্যুর সংখ্যা ৩ লক্ষ ৮১ হাজার ৯০৩ জন। একই সময়ে ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লক্ষ ৩ হাজার ৫৭০ জন মানুষ। মোট সুস্থের সংখ্যা ২ কোটি ৮৪ লক্ষ ৯১ হাজার ৬৭০ জন। এই মুহূর্তে দেশের অ্যাক্টিভ কেসের সংখ্যা ৮ লক্ষ ২৬ হাজার ৭৪০ জন, যা ৭১ দিনের তুলনায় সবথেকে কম। 

আরও পড়ুন- প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা ধ্বংসের মুখে, সচেতন ভূমিকা পারে রক্ষা করতে

তবে এখনো পর্যন্ত দেশের কয়েকটি রাজ্যে ভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও উদ্বেগ বজায় রেখেছে। তবে পুরোদমে টিকাকরণ কর্মসূচি চলছে বলেও জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। এখনো পর্যন্ত ২৬ কোটি ৫৫ লক্ষ ১৯ হাজার ২৫১ জন ভ্যাকসিন পেয়েছে বলে জানানো হয়েছে। এদিকে পশ্চিমবঙ্গে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ভাইরাস আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৮৭ জন। এই একই সময়ে করোনাকে হারিয়ে জয়ী হয়েছেন ২ হাজার ১২ জন। গত একদিনে রাজ্যে মৃত্যুর সংখ্যা ৬৯। মৃতদের মধ্যে ১৭ জন উত্তর ২৪ পরগনার এবং ১৩ জন কলকাতার। তথ্য বলছে, রাজ্যের করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে এখনও সবথেকে উদ্বেগজনক অবস্থায় রয়েছে উত্তর ২৪ পরগনা। কারণ সেখানে একদিনে আক্রান্ত হয়েছেন সর্বাধিক ৪৩৫ জন, এর পরেই রয়েছে কলকাতা। শহরের আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭৭-এ। এর পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং দুই মেদিনীপুর কিছুটা হলেও উদ্বেগ বাড়িয়ে রেখেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × three =