৪২৫ কোটি টাকার মাদক উদ্ধার, গুজরাটে গ্রেফতার ৫

আহমেদাবাদ: বিগত কয়েক দিন ধরে হামেশাই কোটি কোটি টাকা উদ্ধারের খবর আসছে দেশের বিভিন্ন রাজ্য থেকেই। এবার বিপুল পরিমাণের মাদক উদ্ধারের ঘটনা ঘটল। গুজরাটের ওখা উপকূলের এলাকা থেকে এই কোটি কোটি টাকার মাদক উদ্ধার করা হয়েছে বলে সূত্রের খবর। প্রায় ৬১ কেজি মাদক পাওয়া গিয়েছে। অনুমান করা হচ্ছে, এই মাদকের প্রকৃত বাজারমূল্য ৪২৫ কোটি টাকা বা তারও বেশি। এই ঘটনায় জড়িত ৫ জনকে গ্রেফতার করেছে গুজরাটের জঙ্গিদমন শাখা।
আরও পড়ুন- দোলের দিন দিঘায় নেই জনস্রোত! 'অবাক কাণ্ডে' নয়া আশঙ্কা ব্যবসায়ীদের
সোমবার গভীর রাতে ওখা উপকূল থেকে প্রায় ৩৪০ কিলোমিটার দূরে একটি নৌকাকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে উপকূলরক্ষীদের। সঙ্গে সঙ্গে তারা নিজেদের নৌকাগুলি নিয়ে ওই নৌকাকে ধাওয়া করে। কিছুক্ষণ পরেই এই নৌকাকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয় তারা। জানা গিয়েছে, এই নৌকা ইরানের ছিল এবং তাতে তল্লাশি চালিয়েই ৬১ কেজি মাদক মিলেছে। পাশাপাশি নৌকার ৫ কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
ওই অঞ্চলে যে বিপুল পরিমাণে মাদক ঢুকেছে তার খবর আগে থেকেই পেয়েছিল গুজরাটের জঙ্গিদমন শাখা। তাদের থেকে গোপন সূত্রে খবর পেয়ে যৌথ অভিযানে নেমেছিল উপকূলরক্ষী বাহিনী। কিন্তু কোথা থেকে এল এই মাদক? সম্প্রতি গুজরাট উপকূল থেকে যে প্রচুর মাদক উদ্ধার হয়েছিল তার সঙ্গে পাকিস্তানের যোগসূত্র ধরা পড়েছিল। তাহলে কি এর সঙ্গেও ভারতের প্রতিবেশী রাষ্ট্রের যোগ আছে? তদন্ত শুরু হয়েছে।