শীঘ্রই কলকাতা-সহ ১৩ রাজ্যে শুরু হচ্ছে 5G পরিষেবা! প্রস্তুতির নির্দেশ কেন্দ্রের

শীঘ্রই কলকাতা-সহ ১৩ রাজ্যে শুরু হচ্ছে 5G পরিষেবা! প্রস্তুতির নির্দেশ কেন্দ্রের

 নয়াদিল্লি: শুরু কাউন্টডাউন৷ শীঘ্রই ভারতে চালু হতে চলেছে ৫জি পরিষেবা৷ সব কিছু ঠিক থাকলে ২৯ সেপ্টেম্বর থেকেই হাই স্পিড ইন্টারনেট পরিষেবা পাবে কলকাতা-সহ ১৩টি শহর৷ 

আরও পড়ুন- মৃত স্বামীর ঋণ শোধ দিতে ধরেছিলেন ‘হাল’, এখন মাসে লক্ষাধিক টাকা উপার্জন করেন সবিতা

সেপ্টেম্বরের শেষে ‘ইন্ডিয়া মোবাইল কংগ্রেসে’র উদ্বোধনী অনুষ্ঠানেই হয়তো ৫জি’র যাত্রাপথের শুভ সূচনা হতে চলেছে৷ এর আগে শোনা গিয়েছিল, ১৫ আগস্ট স্বাধীনতার স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে  ৫জি পরিষেবার সূচনা করবেন। কিন্তু, ৫জি পরিষেবা চালুর জন্য পুরোপুরি প্রস্তুত ছিলেন না ভেন্ডাররা৷ তাঁরা আরও সময় চাইছিলেন৷ সে কারণেই পিছিয়ে দেওয়া হয় পরিষেবা শুরুর দিন। 

কলকাতা ছাড়াও প্রথম পর্যায়ে ৫জি পরিষেবা চালু করা হবে দিল্লি, আহমেদাবাদ, বেঙ্গালুরু, চণ্ডীগড়, চেন্নাই, গান্ধীনগর, গুরুগ্রাম, লখনউ, হায়দরাবাদ, জামনগর, মুম্বই ও পুণেতে। ইতিমধ্যেই সার্ভিস প্রোভাইডারদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব৷ ৫জি স্পেকট্রামের নিলামে জয়ী হয়েছে ভারতী এয়ারটেল, রিলায়েন্স জিও, ভোডাফোন আইডিয়া ও আদানি ডেটা নেটওয়ার্কস৷ এই সংস্থাগুলির কাছে ইতিমধ্যেই সরকারি চিঠি পৌঁছে গিয়েছে। যাতে তারা  প্রস্তুতি সম্পন্ন করে পরিষেবা শুরু করার জন্য তৈরি থাকতে পারে৷ 

৫জি নেটওয়ার্ক চালু হলে খুব অল্প সময়ে অনেক বেশি পরিমাণ তথ্য সরবরাহ করা সম্ভব হবে৷ বর্তমান ভারতে যে নেটওয়ার্ক রয়েছে, তার চেয়ে অন্তত দশ গুণ দ্রুত কাজ করবে এই ৫জি নেটওয়ার্ক। স্পেকট্রাম এফিশিয়েন্সিও হবে প্রায় ৩ গুণ বেশি। গত মে মাসে আইআইটি মাদ্রাজে ট্রায়াল চলাকালীন দেশে প্রথম ৫জি কল করেছিলেন টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।