পাক সীমান্তে ব্যাপক গোলাগুলি, তিন জওয়ান ও তিন নিগরিকের মৃত্যু

পাক সীমান্তে ব্যাপক গোলাগুলি, তিন জওয়ান ও তিন নিগরিকের মৃত্যু

শ্রীনগর: লাদাখ সীমান্তে অশান্তির মধ্যেই উত্তেজনা ছড়াল ভারত-পাক সীমান্তে৷ শুক্রবার বিনা প্ররোচনায় সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে গুলি চালায় পাক সেনা৷ এই ঘটনায় শহিদ হয়েছেন তিন ভারতীয় সেনা জওয়ান৷ মৃত্যু হয়েছে ৩ নিরীহ নাগরিকের৷ পাক সেনার গুলির বদলে  মোক্ষম জবাব দেয় ভারতীয় সেনাও৷ 

আরও পড়ুন- সুখবর! অবশেষে সফল সিরামের ট্রায়াল, চলতি এবছরই প্রবীণদের টিকা

এদিন লাইন অফ কনট্রোল (এলওসি) বরাবর গুরেজ থেকে উরি সেক্টরের মধ্যে একাধিক জায়গায় সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে পাক সেনা৷ উরির নাম্বালা সেক্টরে পাকিস্তানি সেনার গুলিতে মৃত্যু হয় দুই ভারতীয় সেনার৷ সেনা পোস্ট লক্ষ্য করে ছোড়া হয় মর্টার শেল৷ হাজি পীর সেক্টরে প্রাণ হারান বিএসএফ-এর এক সাব ইনস্টেপ্টর৷ জখম হন আরও এক বিএসএফ জওয়ান৷ পাক সেনার হামলায় মৃত্যু হয়েছে তিন নিরপরাধ নাগরিকের৷ বারামুল্লা জেলার উরি এলাকার কালামকোটে সেক্টরে প্রাণ হারান দুই স্থানীয় মানুষ৷ অন্যদিকে, হাজি পীর সেক্টরে মৃত্যু হয় এক মহিলার৷ গুরেজ সেক্টরের বান্দিপোরায় চার নাগরিকের আহত হওয়ার খবর মিলেছে। তাঁদের মধ্যে ২ জন কিশোরী ও ২ জন প্রৌঢ় বলে জানা গিয়েছে। পাক সেনার গুলির কড়া জবাব দেয় ভারত৷ সীমান্তের ওপারেও একাধিক মৃত্যু ও ক্ষয়ক্ষতি হয়েছে বলে সূত্রের খবর৷ 

আরও পড়ুন- আরও ২৮ দিন পর্যবেক্ষণে থাকবেন ভলিন্টিয়ররা, করোনা ভ্যাকসিন নিয়ে মত সিরাম ইনস্টিটিউটের

ভারতীয় সেনা আধিকারিকরা জানিয়েছেন, পাক সেনার ছোড়া গুলিতে বহু মানুষ আহত হয়েছেন৷ উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলায় উরি সেক্টরের হাজিপুরে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে ভারী গোলাবর্ষণ শুরু করে পাক সেনা। ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে চলে  মুহূর্মুহূ  গুলি৷ পাশাপাশি সীমান্ত লাগোয়া জনবসতি লক্ষ্য করেও ব্যাপক গোলা বর্ষণ শুরু করে পাকিস্তান। সমুচিত জবাব দেয় ভারতীয় সেনা৷ দু’পক্ষের মধ্যে দীর্ঘক্ষণ গুলি বিনিময় হয়৷ 

কর্নেল রাজেশ কালিয়া বলেন, ‘‘আজ সকালে এলওসি বরাবর কেরান সেক্টরে কিছু সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে সেনা জওয়ানরা৷ সতর্ক সেনা অনুপ্রবেশের চেষ্টা ভেস্তে দেয়৷ গোলাগুলির চলার সুযোগে তারা অনুপ্রবেশের চেষ্টা চালিয়েছিল৷’’ নয়াদিল্লিতে বিএসএফ আধিকারিকরা জানান, এদিন দুপুরে পাক সেনার গুলিতে গুরুতর জখম বিএসএফ জওয়ান রাকেশ দোভালের মৃত্যু হয়েছে৷ বারামুল্লায় নিযুক্ত ছিলেন তিনি৷ জখম হন কনস্টেবল বাসু রাজাও৷ তবে তিনি আপাতত স্থিতিশীল৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × three =