১০ কোটি পরিবারে জলের সংযোগ! অল্প ক’দিনেই সারা হবে কাজ

১০ কোটি পরিবারে জলের সংযোগ! অল্প ক’দিনেই সারা হবে কাজ

e45da4ca57672e79ec8e00abb4b42369

নয়াদিল্লি: ‘ভাল’ জলের অভাব আর ভোগ করতে হবে না। আর মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই অন্তত দেশের ১০ কোটি পরিবার পেয়ে যাবে জলের সংযোগ। এমনটাই প্রস্তুতি নিয়ে নিয়েছে কেন্দ্রীয় সরকার। ‘জল জীবন মিশন’ প্রকল্পের মধ্যেই এই জল পৌঁছে দেওয়া হবে পরিবারগুলিতে। সম্প্রতি এমনটাই জানিয়েছেন এই প্রকল্পের সঙ্গে জড়িত এক আধিকারিক।

আরও পড়ুন- বাঁশদ্রোণীতে উঠতি মডেলের রহস্যমৃত্যু, কেন প্রাণ গেল পূজার? তদন্তে পুলিশ

কেন্দ্রীয় তথ্য অনুসারে, আগামী অগাস্ট মাসের মধ্যেই দেশের ১০ কোটি পরিবার এই ‘ভাল’ জলের সংযোগ পেয়ে যাবে। দেশের ১১৭ টি জেলাকে এই প্রকল্পের আওতায় এনেছে কেন্দ্রীয় সরকার এবং ইতিমধ্যেই ৯.৮৪ কোটি পরিবার এই সুবিধা পেয়েছে বলে দাবি করেছে কেন্দ্রীয় সরকার। আগামী মাসের মধ্যেই ১০ কোটি পরিবারের কাছে পৌঁছে যাবে জল। শুধু বাড়ি নয়, স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতেও জলের সংযোগ দেওয়া হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে। তবে কেন্দ্রীয় সরকারের বক্তব্য, এই প্রকল্পের কত পরিবারকে জল দেওয়া হবে তার কোনও লক্ষ্যমাত্রা কোনও দিন নির্দিষ্ট করা হয়নি। কিন্তু আগামী মাসে এই সংখ্যায় পৌঁছে যাওয়া হবে যা একটি অন্য রেকর্ড।

ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল আগেই একটি রিপোর্ট পেশ করে বলেছিল যে, দ্রুত ‘ভাল’ জল সরবরাহের জন্য দেশে জলবাহিত রোগের সংখ্যা অনেকটাই কমে গিয়েছে। আরও ভাল কাজ করা গেলে এই সংখ্যা আরও কমে আসতে পারে। সেই লক্ষ্যেই হয়তো এগোচ্ছে কেন্দ্রীয় সরকার। রিপোর্ট অনুযায়ী, জলবাহিত রোগের সংখ্যা ২০১৯ সালের তুলনায় ৬৬ শতাংশ কমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *