ধনতেরসে সোনা-রুপো কিনলেই সংসারে আসে সমৃদ্ধি, জেনে নিন শুভ মুহূর্ত

ধনতেরসে সোনা-রুপো কিনলেই সংসারে আসে সমৃদ্ধি, জেনে নিন শুভ মুহূর্ত

 

নয়াদিল্লি: রাত পোহালেই ধনতেরস বা ধন ত্রয়োদশী৷ আলোর উৎসবের সূচনা হয় ধনতেরসের মধ্যে দিয়েই৷ ধনসম্পত্তির কামনায় ধনদেবীকে তুষ্ট করার এই প্রথা বহু প্রাচীন৷ কার্তির মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে পালিত হয় এই উৎসব৷ এই দিন দেবী লক্ষ্মী, দেব ধন্বন্তরি, ধনদেবতা কুবের এবং যমরাজের পুজো করা হয়৷ 

আরও পড়ুন- পুরুষের চেয়ে মহিলারা অনেক বেশি সচেতন ও নিরপেক্ষ, প্রকাশ সমীক্ষায়

 

ধন মানে সম্পদ। তেরস অর্থে ত্রয়োদশী তিথি। এই বছর ধনতেরস নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছিল৷ ১২ না ১৩ নভেম্বর এই উৎসব পালিত হবে, তা নিয়ে তৈরি হয়েছিল সংশয়৷ তবে আজ নয়, ধনতেরস পালিত হবে আগামীকাল৷ তবে আজ রাত্রি সাড়ে ন’টা থেকেই শুরু হচ্ছে ত্রয়োদশী তিথি৷ থাকবে আগামীকাল বিকেল ৫টি ৫৯ মিনিট পর্যন্ত৷ এই উৎসব মূলত উত্তর ও পশ্চিম ভারতের৷ তবে সীমান্তের গণ্ডি ছাড়িয়ে ধনতেরাস এখন পালিত হয় সারা দেশে৷ ধনতেরস হয়ে উঠেছে বাঙালিরও ঘরের উৎসব৷ মনে করা হয়, এই দিন সোনা, রুপো বা ধাতু কিনলে সারা বছর সংসারে সমৃদ্ধি বজায় থাকে৷ তবে এই দিন লোহার বাসন কেনা উচিত নয়৷ একে অশুভ মনে করা হয়৷ দেব চিকিৎসক ধন্বন্তরী এবং ধনসম্পদের দেবতা কুবের এই দিনেই মা লক্ষ্মীর উপাসনা করে ধনলাভ করেছিলেন৷ বিশ্বাস করা হয়, এদিন মা লক্ষ্মী তাঁর ভক্তদের বাড়িতে গিয়ে তাঁদের মনের আশা পূরণ করেন৷ অন্ধকার দূর করতে এদিন থেকেই ঘরে ঘরে প্রদীপ জ্বালানো হয়৷ মা লক্ষ্মী ও ধন্বন্তরীকে তুষ্ট করতে সারা রাত ধরেই প্রদীপ জ্বালানো হয়৷ 

আরও পড়ুন- কম ঘুমোচ্ছেন? সাবধান! শরীরে বাসা বাঁধতে পারে মারণ ভাইরাস করোনা

 

ধনতেরসের দিন প্রদোষকালে হয় লক্ষ্মী পুজো৷ এই বছর প্রদোষ পুজোর সময় শুরু হবে সূর্যাস্তের পর ৫টা ২৮ মিনিট থেকে৷ থাকবে ৮টা ৭ পর্যন্ত৷ ধনতেরস পুজোর শুভ সময় ৫টা ২৮ মিনিট থেকে ৫টা ৫৯ মিনিট পর্যন্ত৷ সবচেয়ে শুভ তৌরুসকাল হল ৫টা ৩২ মিনিট থেকে ৭টা ২৮ মিনিট পর্যন্ত৷ ধনতেরসের দিন শুভ সময় সকাল ৭টা থেকে ১০ টা এবং দুপুর ১টা থেকে আড়াইটে পর্যন্ত৷  তবে প্রদোষকালের  মধ্যেই সোনা, রুপোা কেনা শুভ বলে মনে করেন শাস্ত্র বিশেষজ্ঞরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *