কলকাতা: নবম-দশম, প্রাথমিক, গ্রুপ সি, গ্রুপ ডি… নিয়োগ দুর্নীতি কাণ্ডে এই সমস্ত ক্ষেত্র থেকে একে একে বাতিল হয়েছে বহু চাকরি। শেষ কয়েক মাস ধরে লাগাতার বড় বড় সিদ্ধান্ত নিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একদিকে যেমন সিবিআইকে ধমক দিয়েছেন তদন্তের গতি নিয়ে, অন্যদিকে এসএসসি এবং পর্ষদকেও ভর্ৎসনা করেছেন। কিন্তু এতদিনে মোট কতজনের চাকরি গেল তাহলে? সেই তালিকা কিন্তু দীর্ঘ।
আরও পড়ুন- নিয়োগ ইস্যুতে মিছিলের অনুমতি শেষমেষ মিলল, তবে মানতে হবে আদালতের শর্ত
তথ্য বলছে, আপাতত বেলাগাম নিয়োগ দুর্নীতির জন্য প্রাথমিকে চাকরি গিয়েছে ২৫২ জনের, এরপর নবম-দশমে চাকরি বাতিল হয়েছে ৬১৮ জনের। আর গ্রুপ সি’তে শুক্রবারই চাকরি বাতিল করার নির্দেশ এসেছে ৮৪২ জনের। এর আগে গ্রুপ ডি’তে চাকরি বাতিল হয়েছে ১ হাজার ৯১১ জনের। সব মিলিয়ে মোট ৩ হাজার ৬২৩ জনের জনের চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। আবার এদের মধ্যে অনেকের চাকরি বাতিলের পাশাপাশি বেতন ফেরত দেওয়ার নির্দেশও দেওয়া হয়। তবে তা নিয়ে আপাতত চূড়ান্ত সিদ্ধান্ত ঝুলেই রয়েছে, জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্তও।
” style=”border: 0px; overflow: hidden”” title=”চাকরি যাচ্ছেই! সিঙ্গেল বেঞ্চের রায় বহাল! HC upholds order over job termination of secondary teachers” width=”560″>
শুক্রবার গ্রুপ সি’র ৮৪২ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, শনিবারের মধ্যেই এই সিদ্ধান্ত কার্যকর করতে হবে। আগামীকাল দুপুর ১২টার মধ্যে এদের সকলের সুপারিশপত্র বাতিল করতে হবে কমিশনকে আর দুপুর ৩টের মধ্যে নিয়োগপত্র বাতিল করবে মধ্যশিক্ষা পর্ষদ। আগে গ্রুপ সি’তেই হাইকোর্ট ৭৮৫ জনের সুপারিশপত্র বাতিল করার নির্দেশ দিয়েছিল স্কুল সার্ভিস কমিশনকে। এরপর আজ আরও ৫৭ জনের জন্য এই নির্দেশ দেওয়া হয়। মোট ৮৪২।