×

নিয়োগ ইস্যুতে মিছিলের অনুমতি শেষমেষ মিলল, তবে মানতে হবে আদালতের শর্ত

 
High Court is displeased with state govt. রাজ্যকে ভর্তসনা হাইকোর্টের।

কলকাতা: নিয়োগ থেকে বঞ্চিতরা শিয়ালদহ থেকে ধর্মতলার গান্ধী মূর্তি পর্যন্ত মিছিল করতে চেয়েছিল। কিন্তু অভিযোগ ওঠে যে পুলিশ তাদের অনুমতি দেয়নি। এরপরেই তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। কিন্তু আদালত আভাস দিয়েছিল যে মিছিলের অনুমতি নাও মিলতে পারে। তবে তা হল না। মিছিলের অনুমতি দিয়েছে হাইকোর্ট, তবে আছে কিছু শর্ত।

আরও পড়ুন- দিল্লি যাত্রা রুখতে মরিয়া কেষ্ট! একইসঙ্গে আর্জি দিল্লি ও কলকাতা হাই কোর্টে, আজই শুনানি

৮ মার্চ অর্থাৎ দোলের পরের দিন রাস্তা তুলনায় ফাঁকা থাকবে, তাও মিছিলের অনুমতি দিচ্ছে না পুলিশ, এমনই অভিযোগ করা হয়। তবে আদালতও এই বিষয়টি নিয়ে 'নিমরাজি' ছিল। বিচারপতি রাজাশেখর মান্থার বক্তব্য ছিল, শহরে এই ভাবে লাগাতার মিছিল বা ধর্নার অনুমতি আদালত দেবে না। কার্যত বলা হয়েছে, বারবার কোনও না কোনও ইস্যুতে এইভাবে মিছিল করলে আদতে তো সাধারণ মানুষের ক্ষতি। যদিও এই ক্ষেত্রে মিছিলের অনুমতি শেষ পর্যন্ত এল। কিন্তু মিছিল করতে গেলে মানতেই হবে কিছু শর্ত যা উল্লেখ করে দিয়েছে হাইকোর্ট। 

বিচারপতি রাজাশেখর মান্থা জানিয়েছেন, মিছিলে কোনও রকম মাইক ব্যবহার করা যাবে না। আর দুপুর ১টা থেকে ৩টের মধ্যে মিছিল করতে হবে। তিনি আরও জানিয়েছেন, এই মিছিলে ৩০০ থেকে ৪০০ জনের বেশি অংশগ্রহণ করতে পারবে না, লোকসংখ্যা তার মধ্যেই রাখতে হবে। প্রসঙ্গত, এই মিছিল শুরু হবে শিয়ালদহ স্টেশন থেকে গান্ধী মূর্তি পাদদেশ পর্যন্ত। 
 

From around the web

Education

Headlines