আগামী সপ্তাহ থেকেই উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ প্রক্রিয়া শুরুর চেষ্টা, জানাল SSC

আগামী সপ্তাহ থেকেই উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ প্রক্রিয়া শুরুর চেষ্টা, জানাল SSC

কলকাতা:  আদালতের জট কাটতেই নিয়োগে উদ্যোগী রাজ্য৷ আগামী সপ্তাহ থেকেই উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ শুরু করার চেষ্টা করা হবে৷ তালিকায় যাঁদের নাম নেই তাঁরাও অভিযোগ জানাতে পারবেন৷ কী ভাবে অভিযোগ জানাতে হবে, মঙ্গলবারের মধ্যেই তা ওয়াবসাইটে জানিয়ে দেওয়া হবে৷ এমনটাই জানালেন এসএসসি’র চেয়ারম্যান৷ 

আরও পড়ুন- স্বচ্ছতা রেখে প্রতি বছরই হবে SSC-TET, জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

এদিন এসএসসি’র চেয়ারম্যান বলেন, আগামী সপ্তাহ থেকেই ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করার চেষ্টা চলছে৷ পাশাপাশি তিনি এও জানান, তাঁদের ওয়েবসাইটে একটি ডেডিকেটেড ইমেল তুলে ধরবেন৷ যেখানে চাকরি প্রার্থীরা তাঁদের অভিযোগ তুলে ধরতে পারবেন৷ প্রসঙ্গত, কলকাতা হাইকোর্ট উচ্চ প্রাথমিকে অন্তর্বর্তী স্থগিতাদেশ তুলে নেওয়ায় নিয়োগের ক্ষেত্রে আর কোনও বাধা রইল না৷ রাজ্য সরকারের প্রকাশিত তালিকায় সন্তুষ্ট আদালত৷ কিন্তু এর পরেও কারও কোনও অভিযোগ থাকলে, তা জানতে পারবেন বলেই আদালতের নির্দেশ৷ 

গত সপ্তাহে হাইকোর্ট তার নির্দেশে জানিয়েছিল, এক সপ্তাহের মধ্যে নম্বর সহ ইন্টারভিউ তালিকা প্রকাশ করতে হবে৷ পাশ করার পরেও যাঁদের নাম তালিকা থেকে বাদ গিয়েছে, তাঁদের নম্বরও প্রকাশ করতে হবে৷  এসএসসি তাঁদের আবেদন খারিজ করলে তার কারণ দর্শাতে হবে৷ তাহলেই মামলার উপর থেকে স্থগিতাদেশ তুলে নেওয়া হবে৷ এর পরেই গত বৃহস্পতিবার মেরিট লিস্ট প্রকাশ করা হয়৷ 

আরও পড়ুন- জট কাটল উচ্চ প্রাথমিকে, স্থগিতাদেশ তুলে দিল হাইকোর্ট

এদিকে আজ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, প্রতি বছর স্বচ্ছতা বজায় রেখে এসএসসি ও টেট পরীক্ষা নেওয়া হবে৷ সেই সঙ্গে উচ্চ প্রাথমিকে স্থগিতাদেশ তুলে নেওয়ার জন্যেও আদালতকে ধন্যবাদ জানান তিনি৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + twenty =