কলকাতা: গত শুক্রবার অপেক্ষার অবসান ঘটিয়ে ঘোষণা হয় ভোটের নির্ঘণ্ট৷ ওই দিনই নির্বাচন কমিশনের প্রেস বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়, ভোট ঘোষণার সঙ্গে সঙ্গেই লাগু হয়ে যাবে মডেল কোড অফ কনডাক্ট বা আদর্শ আচরণবিধি৷ ২ মে পর্যন্ত তা লাগু থাকবে৷ এই সময়ে মধ্যে ভোটের কাজে যুক্ত কোনও অফিসারের ট্রান্সফার বা পোস্টিং করা যাবে না৷ এই সময়ের মধ্যে জয়েনিং এবং রিলিজিংও সম্পূর্ণ বন্ধ থাকবে৷ কমিশনের এই বিজ্ঞপ্তিতেই বিভ্রান্তি তৈরি হয়েছে৷ বিভ্রান্ত তৈরি হয়েছে রাজ্যের স্কুল শিক্ষকদের মধ্যেও৷
আরও পড়ুন- ব্যর্থ কেন্দ্রের শিক্ষানীতি? মার্চেই বেকারত্বের পথে ১২০০ ইঞ্জিনিয়ারিং শিক্ষক
এ প্রসঙ্গে পশ্চিম বর্ধমানের এক স্কুল শিক্ষক জানিয়েছেন, কমিশনার জানিয়েছেন আদর্শ আচরণবিধি চলার মধ্যে কোনও শিক্ষক যাতে জয়েন বা রিলিজ না নেন৷ আর যদি কোও ডিআই করেই থাকেন, তাহলে এমসিসি (মডেল কোড অফ কনডাক্ট) চলাকালীন সংশ্লিষ্ট জেলার এমসিসি অফিসারের সঙ্গে আলোচনা করতে হবে৷ এই বিজ্ঞপ্তি প্রকাশের সঙ্গে সঙ্গেই মডেল কোড অফ কনডাক্ট চালু হয়ে গিয়েছে৷ এই নির্দেশ ২ মে পর্যন্ত লাগু থাকবে৷ আদর্শ আচরণ বিধি উঠে যাওয়ার পর জয়েনিংয়ে কোনও সমস্যা হবে না৷
আরও পড়ুন- মাধ্যমিক পাস যোগ্যতায় রাজ্য পুলিশে নিয়োগ, বেতন ৪৭৮০০ টাকা
তিনি আরও জানান, ইলেকশন কমিশনের আন্ডারে যে অ্যাডমিনিস্ট্রেশন আছে, অর্থাৎ বিডিও, এসডিও, ডিএম, মডেল কোড অফ কন্ডাক্ট অনুযায়ী যেটা বলবেন সেটাই করতে হবে। এমসিসি উঠে যাওয়ার পর কাউন্টডাউন শুরু হবে৷ এদিকে অসমে ২৬ ফেব্রুয়ারির পর ১২ জন আইপিএস এবং ৬ এপিএস এফিসারকে বদলির অর্ডার দেওয়া হয়৷ এর পরেই ট্রান্সফার/পোস্টিং স্থগিত রাখার নির্দেশ সিদ্ধান্ত নেয় কমিশন৷ পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তা স্থগিত থাকবে বলে জানানো হয়েছে৷