স্বচ্ছতা রেখে প্রতি বছরই হবে SSC-TET, জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

স্বচ্ছতা রেখে প্রতি বছরই হবে SSC-TET, জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

b7b549f9d3f630900eec3bb8168600d7

কলকাতা:  এবার থেকে স্বচ্ছতা বজায় রেখে প্রতি বছরই এসএসসি হবে৷ প্রাথমিক টেট পরীক্ষার আযোজনও করবে রাজ্য সককার৷ শনিবার এমনটাই জানলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু৷ এসএসসি-তে নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ তুলে নেওয়ায় আদালতকে ধন্যবাদও জানান তিনি৷ 

আরও পড়ুন- জট কাটল উচ্চ প্রাথমিকে, স্থগিতাদেশ তুলে দিল হাইকোর্ট

এদিন শিক্ষামন্ত্রী বলেন, ‘‘স্থগিতাদেশ তুলে নেওয়ায় মহামান্য আদালতকে ধন্যবাদ জানাই৷ আমরা চাই নিয়োগ পদ্ধতিতে স্বচ্ছতা থাকুক৷ মুখ্যমন্ত্রীর নির্দেশে স্বচ্ছতা মেনে আমরা স্পষ্ট প্যানেল চাই৷ চেষ্টা করব এবার থেকে এসএসসি এবং প্রাথমিক টেট প্রতি বছর নিতে৷ পাশাপাশি রাজ্যের নিয়োগ প্রক্রিয়াও স্বচ্ছ হবে৷ আমরা স্বচ্ছতারই পক্ষপাতি৷ আদলতও একথা জানিয়েছে৷ সেজন্য আদালতকে ধন্যবাদ জানাই৷’’

প্রসঙ্গত, আদালতের নির্দেশে নম্বর সহ ইন্টারভিউ তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন৷ বৃহস্পতিবার দুপুর ১২টা থেকেই কমিশনের ওয়েবসাইট মারফত চাকরি প্রার্থীরা ফলাফল জানতে শুরু করেন। কিন্তু সেই তালিকা প্রকাশ হওয়ার পরেও বিতর্ক জারি ছিল। নম্বর সহ তালিকা প্রকাশের পরেও অসন্তোষ দেখা দিয়েছিল চাকরি প্রার্থীদের মধ্যে। এই ইস্যুতে জটিলতা আপাতত কেটে গিয়েছে৷ কারণ, নিয়োগে স্থগিতাদেশ তুলে নিয়েছে কলকাতা হাইকোর্ট। 

২০১৬ সালের তালিকায় এখন নিয়োগ হবে৷ তাই পাঁচ বছরের রিলেক্সেশান দিতে হবে বয়সের ক্ষেত্রে। যাঁরা মামলা করেছেন তাঁদের আলাদা করে ডেকে কাউন্সেলিং করে অভিযোগ শুনতে হবে এসএসসিকে। ১২ সপ্তাহের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *