কলকাতা: সরকারি চাকরি প্রার্থীদের জন্য সুখবর৷ গতকাল, Combined Higher Secondary Level-এর Tier 1 পরীক্ষার ফলাফল৷ ২৭ অক্টোবর, বুধবার ফল ঘোষণা করে আয়োজক সংস্থা স্টাফ সিলেকশন কমিশন৷ এসএসসি’র সরকারি ওয়েবসাইট ssc.nic.in-এ গিয়ে সরাসরি পরীক্ষার ফলাফল জানতে পারবেন Tier 1 পরীক্ষায় অংশগ্রহণকারীরা৷ ফল প্রকাশের পাশাপাশি পরীক্ষার অ্যানসার কি-ও প্রকাশ করেছে স্টাফ সিলেকশন কমিশন।
আরও পড়ুন- বিদেশি ফল চাষের নতুন দিশা দেখাচ্ছেন যুবক, দাবি শুধু সরকারি সহায়তার!
Combined Higher Secondary Level- পরীক্ষা নেওয়া হয় গত এপ্রিল মাসের ১২ থেকে ১৯ ও অগাস্ট মাসের ৪ থেকে ১২ তারিখে৷ পরীক্ষা হয় অনলাইনে৷ যে সকল পরীক্ষার্থী Tier 1 পরীক্ষায় পাশ করেছেন, তাঁরা এবার Tier 2 পরীক্ষায় বসার সুযোগ পাবেন৷ সম্ভবত আগামী বছর ৯ জানুয়ারি এই পরীক্ষা নেওয়া হবে। ফাইনাল অ্যানসার কি নিয়ে পরীক্ষার্থীরা যে আপত্তি তুলেছিল, সেই সমস্ত দিক বিচার-বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এসএসসি’র তরফে জানানো হয়েছে৷
কী ভাবে ফলাফল জানা যাবে-
• SSC CHSL পরীক্ষার ফলাফল দেখার জন্য প্রথমে ssc.nic.in-এ লগইন করতে হবে৷
• পরের ধাপে রেজাল্ট ট্যাবে গিয়ে CHSL-এ ক্লিক করতে হবে।
• এর পরে আপনার সামনে “Combined Higher Secondary (10+2) Level Examination (CHSLE), 2020 – List of candidates qualified in Tier-I for appearing in Tier-II (In Roll Number Order)” নামক একটি লিঙ্ক খুলবে৷
• এই লিঙ্কে ক্লিক করলেই ফলাফল জানা যাবে৷
• এই pdf-এ থাকবে পরীক্ষার্থীদের নাম, রোল নম্বর ও ক্যাটাগরি৷
• pdf-টির কপি যত্ন করে তুলে রাখুন।