নিয়োগে অনিয়ম, হাইকোর্টের নির্দেশে মুর্শিদাবাদের শিক্ষকের চাকরি বাতিল করল SSC

নিয়োগে অনিয়ম, হাইকোর্টের নির্দেশে মুর্শিদাবাদের শিক্ষকের চাকরি বাতিল করল SSC

d4e3bf00e0250202271f74484ad43aec

কলকাতা: স্কুল সার্ভিস কমিশন নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে বারবার৷ মামলা গড়িয়েছে হাইকোর্ট পর্যন্ত৷ সেই দুর্নীতি মামলাতেই হাইকোর্টের নির্দেশে এবার মুর্শিদাবাদে এক স্কুল শিক্ষকের চাকরি বাতিল করে দিল এসএসসি৷ আদালতের এই নির্দেশে আশার আলো দেখছে অনেকেই৷ 

আরও পড়ুন- উত্তাল সমুদ্র, বাঁধ টপকে জল ঢুকল বকখালি-গঙ্গাসাগরে

নিয়োগে কিছু অনিয়ম হয়েছে বলে আদালতের সামনে কার্যত স্বীকার করে নেয় এসএসসি কর্তৃপক্ষ৷ এর পরেই আদালত জানতে চায়, নিয়োগে অস্বচ্ছতা থাকলে বেতন দেওয়া হচ্ছে কেন? জবাবে এসএসসি’র তরফে বলা হয়, বিষয়টি বিচারাধীন থাকায় কোনও পদক্ষেপ করা হয়নি৷ এর পরেই চাকরি বাতিলের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট৷ মামলাকারী পক্ষের আইনজীজী জানান, এটাই একমাত্র নয়, এমন আরও কয়েকটি ঘটনা রয়েছে৷ প্রতিটি ক্ষেত্রেই পদক্ষেপ করতে হবে৷ 

জানা গিয়েছে, প্রশান্ত দাস নামে এক ব্যক্তি নবম ও দশম শ্রেণিতে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে মামলা করেছিলেন৷ মেধাতালিকায় তাঁর নাম পেরিয়ে নীলমণি বর্মন নামে এক ব্যক্তিকে চাকরি দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ জানান। মেধাতালিকায় নীলমণি বর্মনের নাম প্রশান্ত দাসের চেয়ে অনেক নীচের দিকে ছিল বলে দাবি৷ প্রশান্ত দাসের হয়ে আদালতে মামলা লড়েন আইনজীবী ফিরদৌস শামিম৷ সেই মামলার প্রেক্ষিতেই এই রায়৷ এসএসসি’র তরফে চিঠি দিয়ে মামলাকারীর আইনজীবীকে ওই শিক্ষকের চাকরি বাতিলের বিষয়টি জানানো হয়েছে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *