গঙ্গাসাগর : শনিবার রাত থেকেই অমাবস্যার কোটাল। অমাবস্যার কোটাল এর প্রভাবে ইতিমধ্যে গঙ্গাসাগরে সমুদ্র উত্তাল হয়ে উঠেছে। গঙ্গাসাগর সমুদ্র সৈকতের সমুদ্র বাঁধ টপকে এলাকায় প্রবেশ করছে জল। গঙ্গাসাগর সমুদ্র সৈকত কার্যত পুণ্যার্থী শূন্য, পর্যটক শূন্য। পর্যটক শূণ্য করা হয়েছে বকখালিতেও।
কারণ, ক্রমশ শক্তি ক্ষয় হয়ে গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে ঘূর্ণিঝড় জাওয়াদ। শক্তি ক্ষয় করে আজ বিকেলে ওড়িশা ও অন্ধ্র উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় জাওয়াদ। ইতিমধ্যেই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে শুরু করেছে বাংলাতে। শনিবার সকাল থেকেই দক্ষিণ ২৪ পরগনা বিভিন্ন উপকূলবর্তী এলাকাগুলিতে শুরু হয়েছে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট। ঘূর্ণিঝড় জাওয়াদ অমাবস্যার ভরা কোটালের প্রভাবে উপকূলবর্তী এলাকাগুলিতে প্রবল জলোচ্ছাসে আশঙ্কা আগেভাগেই জানিয়ে দিয়েছিল জেলা প্রশাসন। জলোচ্ছ্বাস প্রভাবে ভাসতে পারে উপকূল তীরবর্তী এলাকায়। ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে সুন্দরবনের বেশকিছু উপকূল তীরবর্তী এলাকার মানুষজনকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটক শূন্য করে দেওয়া হয়েছে।
সমুদ্র উত্তাল থাকার কারণে সমুদ্রসৈকতে স্থানীয় ব্যবসায়ীরা নিজেদের শেষ সম্বল টুকু বাঁচাতে কার্যত মরিয়া। উত্তাল সমুদ্রের ঢেউয়ের মধ্যে দিয়ে নিজেদের ব্যবসার শেষ সম্বল টুকু দোকান ঘরগুলোকে বাঁচাতে গঙ্গাসাগর সমুদ্র সৈকতে ভিড় জমিয়েছে স্থানীয় ব্যবসায়ীরা। রাত থেকেই দক্ষিণ ২৪ পরগনা বিভিন্ন উপকূলবর্তী এলাকাগুলিতে শুরু হয়েছে বৃষ্টি। উদ্বিগ্ন ও আতঙ্কে প্রহর গুনছে সুন্দরবনের উপকূলীয় তীরবর্তী এলাকার বাসিন্দারা।