SBI PO পরীক্ষার বিজ্ঞপ্তি জারি, ২ হাজার শূণ্যপদে আদেবন শুরু আজই

SBI PO পরীক্ষার বিজ্ঞপ্তি জারি, ২ হাজার শূণ্যপদে আদেবন শুরু আজই

139776473f7ecd904f13f15a9b9aea19

নয়াদিল্লি:  বর্ষ শেষে বড়সড় নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া৷ এসবিআই পিও ২০২০ পরীক্ষার দিন ঘোষণা করল ব্যাঙ্ক৷ গতকাল এসবিআই-এর নিজস্ব ওয়েবসাইট sbi.co.in-এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে৷ ১৪ নভেম্বর অর্থাৎ আজ থেকেই অনলাইনে মিলবে এসবিআই পিও পরীক্ষার ফর্ম৷ আবেদন করার শেষ তারিখ ৪ ডিসেম্বর৷ 

আরও পড়ুন- ফের শুরু হচ্ছে নিয়োগ পরীক্ষা,  নিউ নর্মালে কী কী বদল আনছে PSC?

এসবিআই পিও ২০২০ পরীক্ষায় বসার জন্য জেনারেল/ইডব্লিউএস/ওবিসি প্রার্থীদের দিতে হবে ৭৫০ টাকা ফি৷ তবে তফশিলি জাতি/উপজাতি/পিডব্লিউডি প্রার্থীদের কোনও টাকা দিতে হবে না৷ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এসবিআই পিও ২০২০ পরীক্ষা হবে ৩১ ডিসেম্বর ২০২০, ২ জানুয়ারি, ৪ এবং ৫ জানুয়ারি ২০২১৷ অনলাইন প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত হবে জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে৷ ইচ্ছুক প্রার্থীরা আবেদন প্রক্রিয়া জানতে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে ভিজিট করতে পরেন৷ এছাড়াও এসবিআই পিও হেল্পলাইন নম্বর হল ০২২-২২৮২ ০৪২৭৷ আবেদনের সময় প্রার্থীরা তাঁদের পছন্দের কেন্দ্র নির্বাচন করতে পারবেন৷ মোট ২ হাজার শূন্যপদে নিয়োগ করা হবে৷ এর মধ্যে ২০০টি আসন আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীদের জন্য সংরক্ষিত থাকবে৷ মোট তিনটি ধাপে পরীক্ষা হবে৷ প্রার্থীদের প্রিলিমিনারি, মেন এবং ইন্টারভিউ পাশ করতে হবে৷ থাকবে এবং প্রি-এগজাম ট্রেনিং৷ 

আরও পড়ুন- কেন থমকে ২৫ হাজার শিক্ষক নিয়োগের প্যানেল? মুখ্যমন্ত্রীকে চিঠি

এসবিআই পিও ২০২০ পদে আবেদনের যোগ্যতা :

এই পদে আবেদনের জন্য প্রার্থীর ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে৷ যাঁরা ফাইনাল ইয়ার বা ফাইনাল সেমিস্টারের পরীক্ষা দিয়েছেন তাঁরাও আবেদন করতে পারবেন৷ তবে ৩১ ডিসেম্বরের আগে তাঁদের স্নাতক পাশের প্রমাণ দিতে হবে৷ প্যান্ডেমিক পরিস্থিতির জন্য বহু শিক্ষা প্রতিষ্ঠান এখনও পরীক্ষার ফল প্রকাশ করতে পারেনি৷ সেই দিকটি বিবেচনা করেই এই ছাড় দেওয়া হয়েছে৷ 

বসয় :

আবেদনকারীর বয়স কমপক্ষে ২১ হতে হবে৷ ৩০ বছর পর্যন্ত আবেদন করা যাবে৷ ৪ এপ্রিল, ২০২০ তারিখ অনুযায়ী বয়সের হিসাব করা হবে৷ 
    

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *