কলকাতা: পর পর সাতটি বুলেটে ঝাঁঝরা হয়ে গিয়েছিল শরীর৷ জবাব দিয়ে দিয়েছিলেন চিকিৎসকরা৷ কিন্তু লড়াই থামেনি৷ বেশকয়েক মাস হাসপাতালে থাকার পর মৃত্যুতে জয় করে বাড়ি ফেরেন তিনি৷ সেই রিঙ্কু সিং রাহী এবার উত্তীর্ণ ইউপিএসসি সিভিল সার্ভিসের পরীক্ষায়৷ তিনি বুঝিয়ে দিলেন, এ ভাবেও ফিরে আসা যায়৷
আরও পড়ুন- গতে বাঁধা কোচিং নয়, বাড়িতে পড়েই UPSC-তে সফল, তাক লাগালেন নদিয়ার দিয়া
২০০৮ সালের ঘটনা৷ মুজফ্ফরনগরে ৮৩ কোটি টাকার সরকারি বৃত্তি দুর্নীতি হাতেনাতে ধরেছিলেন উত্তরপ্রদেশ সমাজকল্যাণ দফতরের আধিকারিক রিঙ্কু সিং রাহী। এর পরিণামও হয়েছিল চরম৷ রাজনৈতিক মদতপুষ্ট দুষ্কৃতীদের গুলিতে ক্ষতবিক্ষত হয়েছিল তাঁর শরীর৷ ২০০৯ সালের মার্চ মাসের সেই ঘটনায় মোট আট জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের মধ্যে চার জনের ১০ বছর জেল হয়। কিন্তু অভিযোগ, এই ঘটনার মূল চক্রীদের নাগাল পাওয়া যায়নি৷
বর্তমানে হাপুরে কর্মরত এই সৎ এবং পরিশ্রমী অফিসার৷ ইউপিএসসি পরীক্ষায় সাফল্যের পর অবশ্য পুরনো বিতর্ক নিয়ে মুখ খুলতে চাননি তিনি। যদিও এখনও তাঁর শরীরে স্পষ্ট পুরনো ক্ষতের স্মৃতি। এমনকি, তাঁর মুখের একাংশও গুলির আঘাতে আংশিত বিকৃত। একটি চোখে দৃষ্টিশক্তি হারিয়েছেন৷ শ্রবণশক্তিও ক্ষতিগ্রস্ত৷
২০০৪ ব্যাচের উত্তরপ্রদেশ সিভিল সার্ভিসের অফিসার রিঙ্কু বলেন, ‘‘রাজ্যের পড়ুয়াদের স্বার্থে আমি একটি সিভিল সার্ভিস পরীক্ষার প্রশিক্ষণ কেন্দ্রে পড়াতে যেতাম। সেখানকার ছাত্ররাই আমাকে ইউপিএসসি পরীক্ষা দেওয়ার জন্য উৎসাহিত করে। বলতে পারেন, তাঁদের প্ররোচনাতেই আমি পরীক্ষায় বসি।’’ ইউপিএসি সিভিল সার্ভিসে রিঙ্কুর র্যা ঙ্ক ৬৮৩৷ আপাতত কেন্দ্রীয় সরকারের আধিকারিকের প্রশিক্ষণ নেওয়ার অপেক্ষায় এই সৎ অফিসার।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>