বিদ্যুৎ দফতরেও নিয়োগ আটকে! আবারও বিক্ষোভ, জমা হল ডেপুটেশন

বিদ্যুৎ দফতরেও নিয়োগ আটকে! আবারও বিক্ষোভ, জমা হল ডেপুটেশন

কলকাতা: রাজ্যের বিদ্যুৎ দফতরে WBSEDCL-এর ইঞ্জিনিয়ার ও টেকনিক্যাল (JOT-CUM-TA & OE) পোস্টের জন্যে ২০১৮ সালে প্রায় ১ হাজার ১০০-র বেশি শূন্য পদের জন্যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। বিজ্ঞপ্তি নং – MPP/2018/05। সেখানে বলা হয় ৬৫০ ইঞ্জিনিয়ার ও ৪৫০ জন টেকনিক্যাল পদে নিয়োগ করা হবে। কিন্তু এখনও পর্যন্ত সেই নিয়োগ হয়নি। এমনই অভিযোগ তোলা হচ্ছে।

আরও পড়ুন- প্রাথমিক শিক্ষক নিয়োগে অনিয়ম, দুর্নীতির অভিযোগ, রাজ্যের হলফনামা তলব করল হাই কোর্ট

পশ্চিমবঙ্গ চাকরি প্রার্থী সংগঠনের পক্ষ থেকে জানান হয়, ২০১৯ সালের জুন মাসে পরীক্ষা হয়েছিল। ২০২০ সালে অস্বচ্ছতার কারণে পরীক্ষা বাতিল করা হয়। সেই সময় এক দফা আন্দোলনও করেন পরীক্ষার্থীরা। কিন্তু কোনও লাভ হয়নি। আজ পর্যন্ত নিয়োগ অধরা। তারা আরও জানিয়েছে, এরপর ২০২১ সালের সেপ্টেম্বর মাসে পূনরায় পরীক্ষা গ্রহণ করা হয়। ৪ মাস পরে ফলাফল প্রকাশ করা হয়ছিল, মার্চ মাসে ইন্টারভিউ পর্যন্ত নেওয়া হয়। কিন্তু এরপরে আর কোনও নড়াচড়া নেই। ৪ বছরের শূন্যপদ এখনও পূরণ হল না। সেই কারণে আজ পশ্চিমবঙ্গ চাকরি প্রার্থী মঞ্চের পক্ষ থেকে বিদ্যুৎ ভবন জেনারেলের ম্যানেজারের কাছে ডেপুদেশন জমা করা হয়।

দ্রুত এবং স্বচ্ছ নিয়োগের দাবি তুলে চাকরি প্রার্থীরা বেশ কিছুক্ষণ বিদ্যুৎ ভবনের সামনে বিক্ষোভ দেখায় আজ। তবে জেনারেলে ম্যানেজার তাদের সকলকে আশ্বস্ত করে জানিয়েছেন যে খুব শীঘ্রই ফাইনাল প্যানেল প্রকাশ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × three =