মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মতো শুরু প্রাথমিকে নিয়োগ, জারি বিজ্ঞপ্তি

মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মতো শুরু প্রাথমিকে নিয়োগ, জারি বিজ্ঞপ্তি

dd0faff8d017fbd0193a95d629f479fa

কলকাতা: মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মতো শুরু হল প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া৷ সোমবার রাতে প্রাথমিক শিক্ষা সংসদের তরফে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে৷ আজ, বুধবার থেকে শুরু হচ্ছে অনলাইন আবেদন প্রক্রিয়া৷ ১ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে৷ বিজ্ঞপ্তি অনুসারে শুধু টেট পাশ করা বা প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীরাই নন, আবেদন করতে পারবেন প্রশিক্ষণরত ফাইনাল ইয়ারের পড়ুয়ারাও৷ আবেদন করতে পারবেন ফল প্রকাশের জন্য অপেক্ষারতরাও৷ তবে টেট পাশ সার্টিফিকেট থাকতে হবে৷ 

আরও পড়ুন- TET পাস চাকরি প্রার্থীদের জন্য সুখবর, D.El.Ed পড়ুয়াদের জন্য বিজ্ঞপ্তি রাজ্যের

সংসদের এই বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে প্রার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে৷ যাঁরা ফাইনাল ইয়ারের পড়ুয়া, তাঁদের কাছে এটা একটা সুবর্ণ সুযোগ৷ পড়াশোনা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে চাকরিতে ঢোকার পথ খোলা থাকছে ডিএলএড এবং বিএড পড়া ছাত্রছাত্রীদের কাছে৷ অন্যদিকে, যাঁরা এতদিন ধরে প্রাথমিকে নিয়োগের অপেক্ষায় ছিলেন, তাঁরা এটাকে বাড়তি প্রতিযোগিতা বলেই মনে করছেন৷ দিন কয়েক আগেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন প্রাথমিকে সাড়ে ষোল হাজার শূন্যপদে প্রার্থী নিয়োগ করা হবে৷ তাঁর কথা মতো, এই শূন্য পদের নিরিখে প্রায় ২০ হাজার মতো আবেদনকারী আছেন৷ তবে আবেদন প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত সঠিক সংখ্যাটা বলা সম্ভব নয়৷ এছাড়াও সংসদের বিজ্ঞপ্তি অনুযায়ী প্রশিক্ষণরত পড়ুয়ারাও আবেদন করতে পারবেন৷ ফলে আবেদনকারীর সংখ্যাটা নিশ্চিতভাবেই অনেকটা বৃদ্ধি পাবে৷ প্রাথমিক শিক্ষা সংসদের অধীনে ডিএলএড প্রতিষ্ঠানগুলির ফল প্রকাশিত হবে ২৭ নভেম্বর৷ ফলে তাঁরাও আবেদন করতে পারবেন৷ জানা গিয়েছে এই পড়ুয়াদের মধ্যে প্রায় দেড় হাজার পড়ুয়া টেট পাশ করেছেন৷ 

আরও পড়ুন- বঙ্গে বৈষ্ণব তোষণ বিজেপির, দ্রব্যমূল্য বৃদ্ধি ইস্যুতে দিলীপ বিঁধলেন শাসক দলকে

আবার ২০১৮ সালের কেন্দ্রীয় নিয়মানুসারে প্রাথমিক শিক্ষক পদে আবেদন করার অধিকার রয়েছে বিএড পাশ প্রার্থীদেরও৷ কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানে ফল প্রকাশিত হলেও মার্কশিট হাতে পাননি পড়ুয়ারা৷ ফলে ইমেল মারফত মার্কিশিট প্রকাশের দাবি তুলেছেন তাঁরা৷ ১ ডিসেম্বররে মধ্যে মার্কশিট না পেলে তাঁরা আবেদন করতে পারবেন না৷ প্রাথমিক শিক্ষা সংসদ অবশ্য জানিয়ে দিয়েছে, তাঁদের কাছে আবেদন জানানো হলে, তিন দিনের মধ্যেই সংশ্লিষ্ট প্রার্থীদের ইমেলে মারফত মার্কশিট পাঠিয়ে দেওয়া হবে৷   এই বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে কোনও আইনি জটিলতা তৈরি হবে না তো? প্রশ্ন তুলেছেন শিক্ষক সংগঠন বিটিই-এর সহ সম্পাদক স্বপন মণ্ডল৷ সংসদের এক কর্তা বলেন, ‘যতক্ষণ না নিয়োগ বিজ্ঞপ্তির চূড়ান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে, ততক্ষণ কাউকে নিতেই বাধা নেই৷ এর পর আর কাওকে নেওয়া সম্ভব নয়৷’’  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *