TET পাস চাকরি প্রার্থীদের জন্য সুখবর, D.El.Ed পড়ুয়াদের জন্য বিজ্ঞপ্তি রাজ্যের

চাকরি প্রার্থীদের জন্য ভালো খবর।

 

কলকাতা: দুয়ারে নির্বাচন৷ তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ‘দুয়ারে দুয়ারে’ পৌঁছে যাতে চলেছে সরকার৷ বাংলা ভোটের আগে ‘বেকারত্ব’ যাতে কোনও ভাবেই বিরোধী ইস্যু হতে না পারে, তা নিশ্চিত করতে ইতিমধ্যেই প্রাথমিকে সাড়ে ১৬ হাজার শূন্যপদে শিক্ষক নিয়োগের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী৷ ২০১৭ সালের টেটের আবেদন জমা নেওয়ার পর এখনও পর্যন্ত পরীক্ষার দিন ঘোষণা না হলেও ২০১৪ সালের টেট প্রার্থীদের জন্য সুখবর শোনাল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ৷ ২০১৪ সালে টেট প্রশিক্ষিত চাকরিপ্রার্থীদের নথি যাচাই এবং বাছাই প্রক্রিয়ার জন্য অনলাইনে আবেদন নেওয়া কাজ শুরু করল পর্ষদ৷ এই বিষয়ে বিস্তারিত তথ্য-সহ বিজ্ঞপ্তি জারি করেছে নির্দিষ্ট পর্ষদ৷ আগামী ২৫ নভেম্বর থেকে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হবে৷ আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১ ডিসেম্বর৷

স্কুল শিক্ষা দফতরের নির্দেশের পরিপ্রেক্ষিতে টেট-২০১৪ পাস করা যোগ্য প্রশিক্ষিত প্রার্থীদের নথি যাচাইয়ের জন্য অনলাইনে আবেদন নেওয়া হবে৷ এদিকে, এনসিটিইয়ের নিয়ম মেনে ২০১৪ সালের টেট পাস বিএড করা প্রার্থীদেরও নিয়োগে সুযোগ দিচ্ছে রাজ্য সরকার৷ অনলাইন আবেদনের জন্য অফিসিয়াল ওয়েবসাইটে www.wbbpe.org-এ যেতে হবে৷ ২৫ নভেম্বর থেকে ১ ডিসেম্বর ২০২০-এর মধ্যে পর্ষদের ওয়েবসাইটে আবেদন করতে হবে৷  আবেদন জমা দেওয়ার জন্য কয়েকটি বিষয় সহজ পদক্ষেপ করতে হবে৷ প্রথমে, পোর্টালে প্রবেশ করতে হবে, তারপর লিঙ্কে ক্লিক করুন৷ এবার টেট-২০১৪ সালের রোল নম্বর এবং জন্ম তারিখের তথ্য দিতে হবে৷

জোড়া বিজ্ঞপ্তি

অন্যদিকে, D.El.Ed পড়ুয়াদের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা দপ্তরের তরফে। বলা হয়েছে, ২০১৯-২০২১ সালের পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন নম্বর এবং সার্টিফিকেট দেওয়া শুরু হবে ২৬ নভেম্বর এবং চলবে ২৯ নভেম্বর পর্যন্ত।উল্লিখিত সরকারী প্রতিষ্ঠানসমূহের প্রধানরা নির্দিষ্ট শিক্ষার্থীদের তালিকা প্রেরণ করবেন রেজিস্ট্রেশন নং সহ। বোর্ড সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কোনও প্রতিনিধি বা অনুমোদিত ব্যক্তিকে অনুমতি দেবে না বোর্ডের কার্যালয়ে উপস্থিত থাকার জন্য, যদি না তাকে ডাকা হয় এসএমএস বা ই-মেইলের মাধ্যমে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × five =