বাড়তে পারে সরকারি কর্মীদের বেতন, DA আজই বৈঠকে কেন্দ্রীয় আধিকারিকরা

বাড়তে পারে সরকারি কর্মীদের বেতন, DA আজই বৈঠকে কেন্দ্রীয় আধিকারিকরা

নয়াদিল্লি: করোনাকালে কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনসন ভোগীরা পেতে পারেন সুখবর৷ ডিএ নিয়ে আজই বৈঠকে বসছেন কেন্দ্রীয় সরকারের উচ্চপদস্থ আধিকারিকরা৷ এই বৈঠকেই কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশন ভোগীদের স্থগিত থাকা ডিএ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে সূত্রের খবর৷ ডিএ বৃদ্ধি পেলে এক ধাক্কায় অনেকটাই বৃদ্ধি পেতে পারে বেতন৷ 

আরও পড়ুন- কর্মীদের কাজের জন্য বিকল্প স্থানের ভাবনা টাটার

জানা গিয়েছে, সপ্তম পে কমিশনের সুপারিশ অনুযায়ী আজ অর্থমন্ত্রক, ন্যাশনাল কাউন্সিল অফ জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি এবং ডিপার্টমেন্ট অফ পার্সোনেল অ্যান্ড ট্রেনিং-এর বৈঠকে ডিএ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এই বৈঠকের পৌরহিত্য করবেন ক্যাবিনেট সচিব। এর আগে বলা হয়েছিল  জুলাই থেকে কেন্দ্রীয় সরকারের কর্মীদের ডিএ বাড়ানো হবে৷ করোনা পরিস্থিতিতে তিনটি কিস্তির ডিএ বকেয়া রয়েছে৷ ২০২০-র জানুয়ারির পর, ২০২০-র জুলাই এবং ২০২১-এর জানুয়ারির ডিএ বাকি পড়ে রয়েছে৷ গত বছর জানুয়ারি মাসে ৪ শতাংশ, জুলাই মাসে ৩ শতাংশ এবং চলতি বছর জানুয়ারিতে ৪ শতাংশ বকেয়া রয়েছে৷ 

আরও পড়ুন- ভারতীয় সেনা নিয়োগ, টানা ১৫ দিন ধরে চলবে ব়্যালি

আজকের বৈঠকে ডিএ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে৷ তবে পূর্বের বকেয়া পাবেন না কেন্দ্রীয় সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তরা৷ উল্লেখ্য, বর্তমানে ১৭ শতাংশ হারে ডিএ পান কেন্দ্রীয় সরকারি কর্মীরা৷ যদি ১১ শতাংশ ডিএ বাড়ানো হয় তাহলে তা ২৮ শতাংশে পৌঁছবে৷ ডিএ বাড়লে উপকৃত হবে ৫০ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী ও ৬৫ লক্ষ পেনসন হোল্ডার৷  
 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × one =