কলকাতা: দীর্ঘ দিন ধরে বন্ধ রয়েছে শিক্ষক বদলি প্রক্রিয়া৷ একাধিকবার আবেদন জানিয়েও ফল হয়নি৷ শিক্ষক সংগঠন ‘অল পোস্ট গ্র্যাওজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’-এর বদলি সংক্রান্ত মঞ্চ ‘অল বেঙ্গল ট্রান্সফার ফোরাম’ শিক্ষা দপ্তরে বারবার আবেদন সত্বেও বদলি প্রক্রিয়া শুরু হয়নি৷ এর প্রতিবাদে মঙ্গলবার ফের সংগঠনের রাজ্য নেতৃত্ব এবং বহু শিক্ষক ও শিক্ষাকর্মীরা বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব ও কমিশনারের কাছে ডেপুটেশন জমা দিলেন৷
আরও পড়ুন- UPSC পরীক্ষায় হাতি ও পাখিকে নিয়ে প্রশ্ন, টুইটে শেয়ার করলেন IFS অফিসার
এদিন জেনারেল ট্রান্সফার, মিউচুয়াল ট্রান্সফার ও মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো জেলা ভিত্তিক ট্রান্সফার শুরুর দাবিতে ডেপুটেশন দেওয়া হয়৷ ডেপুটেশন দেওয়া হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি, এসএসসি অফিস ও প্রাথমিক শিক্ষা পর্ষদেও৷ পর্ষদ অফিসে নবনিযুক্ত শিক্ষক ও শিক্ষাকর্মীদের কনফারমেশনের বিষয়টিও জানানো হয়েছে৷ শান্তিপূর্ণ ভাবে ও সকল প্রকার করোনা বিধি মেনেই চলে ডেপুটেশন কর্মসূচি৷ সংগঠন এর পক্ষ বলা হয়, ‘‘গত স্বরস্বতী পূজায় মুখ্যমন্ত্রী স্কুল শিক্ষকদের নিজের জেলায় বদলির প্রতিশ্রুতি দিয়েছিলেন৷ কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও শিক্ষা দফতর এই ব্যপারে কোনও পদক্ষেপ গ্রহন করেনি। এছাড়া সাত বছর ধরে বন্ধ রয়েছে জেনারেল ট্রান্সফার৷ মিউচুয়ালের হেয়ারিং হচ্ছে না৷ হাজার হাজার শিক্ষক দীর্ঘদিন বাড়ি থেকে কয়েকশো কিলোমিটার দূরে পড়ে আছেন অথচ স্পেশাল গ্রাউন্ডে মুষ্টিমেয় কিছু শিক্ষকদের ট্রান্সফার চলছে।’’ তাঁরা আরও বলেন, ‘‘গত জুন মাস থেকে বারবার শিক্ষা দফতরে ডেপুটেশন দিয়ে এ বিষয়ে পদক্ষেপ করার অনুরোধ করা হলেও কোনও কাজ হয়নি। তাই আজ সাধারণ শিক্ষক ও শিক্ষাকর্মীরা কোভিড পরিস্থিতির মধ্যেও পথে নামতে বাধ্য হয়েছেন। আমরা চাই অবিলম্বে স্বচ্ছতার সঙ্গে ট্রান্সফার চালু করা হোক।’’
এছাড়াও আজ নবনিযুক্ত শিক্ষক ও শিক্ষাকর্মীদের কনফারমেশনের বিষয়েও পর্ষদ আধিকারিকের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন সংগঠনের নেতৃত্ব৷ বৈঠকে কনফারমেশন দ্রুত করার আশ্বাস পাওয়া গিয়েছে বলে খবর৷ সংগঠনের ট্রান্সফার কমিটির আহ্বায়ক রূপ ভট্টাচার্য বলেন, ” নবনিযুক্ত শিক্ষক ও শিক্ষাকর্মীরা সার্ভিস কনফার্মেশন নিয়ে চরম সমস্যার মধ্যে আছেন। বর্তমানে এই করোনা পরিস্থিতিতে বেশিরভাগ প্রার্থীরই মেডিক্যাল ও পিভিআর প্রক্রিয়া সম্পন্ন হয়নি। তাই করোনা পরিস্থিতিতে নবনিযুক্ত শিক্ষক ও শিক্ষাকর্মীকে অটোমেটিক কনফার্মেশন দেওয়া হোক।’’ পাশাপাশি নবনিযুক্ত সমস্ত অ্যাপ্রুভড শিক্ষক ও শিক্ষাকর্মীরা যাতে সবধরনের ট্রান্সফারের আবেদন করতে পারেন, সেই আবেদনও জানানো হয়েছে৷
আরও পড়ুন- বোনাস-সহ ১ মাসে ২ বার বেতন পাবেন সরকারি কর্মচারীরা, বিজ্ঞপ্তি নবান্নের
সংগঠনের সহ সভাপতি সুমন চন্দ বলেন, ‘‘অল বেঙ্গল ট্রান্সফার ফোরাম শিক্ষা ও সমাজের স্বার্থে অনলাইন পোর্টালের মাধ্যমে স্বচ্ছ ও দ্রুততার সঙ্গে বদলি প্রক্রিয়া চালু করার জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছে। দীর্ঘদিন ধরে বদলি বন্ধ থাকায় চূড়ান্ত হয়রানি হয়ে হয়েছে শিক্ষক ও শিক্ষাকর্মীদের৷ এর প্রতিবাদে আজ একত্রিত হয়ে সলে রাস্তায় নেমেছে৷’’
সংগঠনের সভাপতি রথীন সাঁই বলেন, ‘‘রাজ্য সরকার পোষিত ও সাহায্যপ্রাপ্ত বিদ্যালয় ও মাদ্রাসাগুলির সব বিভাগের শিক্ষক ,শিক্ষিকা শিক্ষাকর্মীদের বদলির দাবিতে বিবিধ কর্মসূচি নেওয়া হচ্ছে। তারই অঙ্গ হিসাবে শিক্ষক- শিক্ষিকা শিক্ষাকর্মীরা ব্যক্তিগত ভাবে শিক্ষা দপ্তর, মাননীয় শিক্ষামন্ত্রী ও ‘দিদিকে বলো’ তে ফোন/ মেইল/টুইটারে আবেদন করেছিলেন। কিন্তু মুখ্যমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়িত না হওয়ায় রাজ্যের প্রায় ৪০ হাজার শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের ঐক্যবদ্ধ করে লড়াই-এর ডাক দিয়েছে অল বেঙ্গল টিচার ফোরাম৷