২ বছরে ৪টি সরকারি চাকরি ঝুলিতে পুড়লেন এই মহিলা, এই সাফল্যের চাবিকাঠি কী?

২ বছরে ৪টি সরকারি চাকরি ঝুলিতে পুড়লেন এই মহিলা, এই সাফল্যের চাবিকাঠি কী?

হায়দরাবাদ: বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে সরকারি চাকরি করার ইচ্ছে বা স্বপ্ন বহু ছেলেমেয়ের মধ্যেই অঙ্কুরিত হতে থাকে৷ সরকারি চাকরি পাওয়ার জন্য প্রয়োজন হয় দৃঢ় সংকল্পের৷ অনেক সময় দেখা যায় বহু প্রার্থী পর্যাপ্ত সময় দেওয়ার পরও তাঁদের স্বপ্ন পূরণে ব্যর্থ৷ অবিরাম চেষ্টা করার পরেও লক্ষ্য থাকে অধরা৷ তাঁদের কাছে অনুপ্রেরণা তেলেঙ্গানার মাঞ্চেরিয়াল জেলার করভিচেলমা গ্রামের বাসিন্দা মুদ্দাসানি উষারানী৷ যিনি বিয়ের পরেও নিজের স্বপ্নকে হারিয়ে যেতে হতে দেননি৷ অবিরাম পরিশ্রমে দু’বছরের মধ্যে ঝুলিতে পুড়েছেন চার চারটি সরকারি চাকরি৷ 

আরও পড়ুন- সুখবর! সরকারি চাকরিতে উঠে গেল ইন্টারভিউ প্রক্রিয়া, ২৩ রাজ্যে নির্দেশিকা কেন্দ্রের

মুদ্দাসানি উষারানী আজ বহু যুবক-যুবতীর কাছেই অনুপ্রেরণা৷ মাত্র দু’ বছরের মধ্যে চারটি ভিন্ন সরকারি পরীক্ষায় সফল হয়েছেন তিনি৷ ২০১৮ সালে প্রথমে ফরেস্ট বিট অফিসার পদে নির্বাচিত হন৷ এর পর পঞ্চায়েতি রাজ সেক্রেটারি এবং ভিলেজ রেভেনিউ অফিসার (ভিআরও) পদের পরীক্ষায় সাফল্য পান উষারানী৷ এখানেই শেষ নয়৷ সম্প্রতি গ্রুপ ফোর সার্ভিস পরীক্ষাতেও উত্তীর্ণ হন তিনি৷ গত বুধবারই পরীক্ষার ফল প্রকাশিত হয়৷ সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে উষারানী বলেন, ‘‘পরীক্ষার অন্তর্ভুক্ত প্রতিটি বিষয়ের জন্য ধারাবাহিকভাবে প্রস্তুতি নিয়ে গিয়েছি৷ এটাই আমার সফলতার মন্ত্র৷ নিয়মিত সংবাদপত্র পড়েছি৷ যাতে সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে আপডেট থাকতে পারি৷ সংবাদপত্রই কারেন্ট অ্যাফেসার্স তৈরিতে সাহায্য করেছে৷ একাধিক পরীক্ষায় বসে অভিজ্ঞতা সঞ্চয় করেছি৷ আমি আমার বাবার স্বপ্ন পূরণ করতে চেয়েছিলাম৷ তিনি ছেলেদের পাশাপাশি মেয়েদেরও সমানভাবে চাকরিতে উৎসাহ জুগিয়ে গিয়েছেন৷’’ 

আরও পড়ুন- অস্থায়ী কর্মীদের জন্য সুখবর! বোনাসের পর বেতন সংক্রান্ত বড় ঘোষণা

উষারানী একজন বি.টেক গ্র্যাজুয়েট৷ সম্প্রতি কাগজনগরে ভিআরও পদে কর্মরত রয়েছেন৷ চাকরি প্রার্থীদের উদ্দেশে তাঁর পরামর্শ, চাকরির বিজ্ঞপ্তি প্রকাশের জন্য অপেক্ষা করে সময় নষ্ট করবেন না৷ প্রস্তুতি চালিয়ে যান৷ উষারানী বলেন, ‘‘সবার আগে নির্দিষ্ট পদে চাকরি পাওয়ার চেষ্টা করতে হবে৷ একবার সফলতা পেলেই আত্মবিশ্বাস চলে আসবে৷ যা পরবর্তী পরীক্ষায় সাফল্য পেতে সাহায্য করবে৷ অধ্যাবসায় এবং কঠোর পরিশ্রম লক্ষ্যে পৌঁছনোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে৷’’ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − 7 =