অস্থায়ী কর্মীদের জন্য সুখবর! বোনাসের পর বেতন সংক্রান্ত বড় ঘোষণা

অস্থায়ী কর্মীদের জন্য সুখবর! বোনাসের পর বেতন সংক্রান্ত বড় ঘোষণা

কলকাতা: অস্থায়ী কর্মীদের শারদ উৎসব ভাতা দেওয়ার ঘোষণা আগেই করেছিল কলকাতা পুরসভা৷ বিভিন্ন দফতরে বিভিন্ন কর্মরক অস্থায়ী কর্মীদের ৩ হাজার টাকা ও বেসরকারি ঠিকাদার সংস্থার অধীন নিযুক্ত অস্থায়ী কর্মীদের ১৫০০ টাকা উৎসব ভাতা দেওয়ার ঘোষণার পর এবার উৎসবের দিনগুলিতে বেতন সংক্রান্ত সুখবর দিন কলকাতা পুরসভা৷

পুরসভার তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, পুজোর ছুটিতে বেসরকারি সংস্থার মাধ্যমে নিয়োগ হওয়া চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মীদের বেতন কোনও ভাবেই কাটা যাবে না৷ প্রত্যেকটি বিভাগকে এই মর্মে নির্দেশ পাঠিয়ছেন পুরসচিব হরিহরপ্রসাদ মণ্ডল৷

পুর-কর্তৃপক্ষের নির্দেশিকায় সাফ জানিয়ে দেওয়া হয়েছে, পুজোর ১০ দিন চুক্তিভিত্তিক কর্মীদের দৈনিক মজুরি থেকে কোনও টাকা কাটা যাবে না৷ ১০ দিনের মধ্যে পুজোর ৫ দিন যদি কোনও অস্থায়ী কর্মী কাজে যোগ না দেন, তাহলে তাঁকে ৩১ মার্চ ২০২১-এর মধ্যে ওই ৫ দিনের ছুটি ‘অ্যাডজাস্ট’ করে নেওয়ার সুযোগ দিতে হবে৷ অর্থাৎ মার্চের মধ্যে পরবর্তী সময়ে ৫ দিনের ছুটি নেওয়া যাবে না৷ ভাগ ভাগ করে ছুটি নিতে হবে৷ এখন বেতন কাটা না হলেও পরে তা ‘অ্যাডজাস্ট’ করে নিতে হবে৷

বেতন কাটা নিয়ে নির্দেশিকা জারি হওয়ার আগে বিশেষ পুর-কমিশনারের তরফে দু’টি নির্দেশিকা জারি করা হয়েছিল অস্থায়ী কর্মীদের উৎসব ভাতা দেওয়ার বিষয়ে জানানো হয়েছে৷ সেখানে সাফ জানিয়ে দেওয়া হয়েছিল, শারদোৎসব উপলক্ষ্যে বিভিন্ন বেসরকারি সংস্থার মারফত যুক্ত অস্থায়ী কর্মরত পুরকর্মীদের দেড় হাজার টাকা উৎসব ভাতা দিতে হবে৷ পুরসভার সরাসরি চুক্তিভিত্তিক কর্মী ও শহুরে রোজগার যোজনা প্রকল্পের আওতায় কর্মরত কর্মীরা ৩ হাজার টাকা করে উৎসব ভাতা দেওয়ারও ঘোষণা করা হয়৷ যাঁরা চলতি বছরে মার্চ মাসে প্রকল্প কর্মী হিসেবে কাজ শুরু করেছেন, তাঁরাও এই টাকা পাবেন৷
 

এই মুহূর্তে কলকাতা পুরসভার অন্তর্গত বিভিন্ন প্রকল্প কর্মী প্রায় ১৫ হাজার কর্মী রয়েছে৷ ঠিকাকর্মী বা পুরসভার সরাসরি চুক্তিভিত্তিক কর্মীর সংখ্যা প্রায় ৮ থেকে ১০ হাজার৷ তাঁরা প্রত্যেকেই এই উৎসব ভাতা পাবেন৷ প্রতিবছরের মতো এবছরও এই উৎসব ভাতা ঘোষণা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + fourteen =