বেতন বৈষম্যে বিক্ষোভ মাদ্রাসা শিক্ষকদের, পুলিশি বাধায় ব্যহত নবান্ন অভিযান

বেতন বৈষম্যে বিক্ষোভ মাদ্রাসা শিক্ষকদের, পুলিশি বাধায় ব্যহত নবান্ন অভিযান

কলকাতা: বেতন বৈষম্য দূর করা সহ একাধিক দাবি দাওয়া জানিয়ে মঙ্গলবার ধর্মতলায় মিছিল করলেন মাদ্রাসার শিক্ষকরা৷ গান্ধীমূর্তির সামনে অবস্থান বিক্ষোভ করার পর নবান্ন অভিযানের কর্মূসূচি ছিল তাঁদের৷ কিন্তু তাঁদের অনুমতি দেওয়া হয়নি কলকাতা পুলিশের তরফে৷ পুলিশের অনুমতি ছাড়াই ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে গান্ধীমূর্তি পর্যন্ত বেআইনি ভাবে তাঁরা মিছিল করে এগিয়ে যাওয়ার চেষ্টা করে৷ তখনই তাঁদের বাধা দেওয়া হয়৷ মাদ্রাসার শিক্ষকরা জোড় করে রাস্তা বসে পড়েন৷ কেউ কেউ রাস্তায় শুয়ে পড়লে বিক্ষোভরত মাদ্রাসার শিক্ষকদের আটক করে পুলিশ৷ 

আরও পড়ুন- দুয়ারে নির্বাচন, বেতন বৈষম্যে বিদ্রোহ শিক্ষকদের! মামলা-পথে নামার হুঁশিয়ারি

মাদ্রাসা শিক্ষকদের মূল দাবি বেতন বৈষম্য৷ অভিযোগ, নয় বছর ধরে এই বৈষম্যের শিকার তাঁরা৷ এছাড়াও মাদ্রাসা শিক্ষক সংগঠনের দাবি, মাদ্রাসাগুলিতে ঠিকমতো মিড ডে মিল পাচ্ছে না পড়ুয়ারা৷ ৮২টি মাদ্রাসার জন্য  বিল্ডিং-এর অনুমোদন দেওয়ার দাবিও এদিন জানানো হয়েছে৷ কলকাতা পুলিশের অনুমতি না থাকলেও এদিন ধর্মতলায় সমবেত হন মাদ্রাসার শিক্ষকরা৷ কিন্তু তাঁদের মিছিল গান্ধী মূর্তির সামনে পৌঁছনোর আগেই তাঁদের পথ আটকায় পুলিশ৷ তাঁদের আটক করে পুলিশের ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়৷  পুলিশ তাঁদের আটক করায় এদিন  নবান্ন অভিযানও বাতিল হয়ে যায়৷ ঘটনাস্থল ঘিরে ফেলে বিশাল পুলিশ বাহিনী৷ কোনও বেআইনি জমায়েত হতে দেওয়া হয়নি৷ 

আরও পড়ুন- ‘ভাতা নয়, চাকরি চাই’! নিয়োগের দাবিতে যুবশ্রীদের বিদ্রোহে উত্তাল রাজধানী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 4 =