কলকাতা: প্রথমে ২৩ জন চাকরি প্রার্থীকে ২৩ দিনের মধ্যে শিক্ষক পদে নিয়োগের নির্দেশ দিলেন। এরপর ৫৪ জনকে নিয়োগের নির্দেশ ছিল তাঁর। এবার আরও ১১২ জন টেট পরীক্ষার্থীকে চাকরির নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মোট ১৮৯ জনকে চাকরির নির্দেশ দিলেন তিনি, তাও পুজোর আগেই। হ্যাঁ। বিচারপতির নির্দেশ, পুজোর আগেই তাদের চাকরি নিশ্চিত করতে হবে।
আরও পড়ুন- মমতার ৬ আত্মীয়ের সম্পত্তি বৃদ্ধি মামলা, ৪ সপ্তাহের মধ্যে হলফনামা দেওয়ার নির্দেশ হাই কোর্টের
টেট পরীক্ষায় পর্ষদের ভুল প্রশ্ন মামলাতেই একের পর এক চাকরির আবেদন এসেছিল। ২০১৪ সালের প্রাথমিক স্কুলের শিক্ষক নিয়োগের টেট পরীক্ষায় বসা প্রথমে ২৩ জন এবং পরে ৫৪ জন আদালতের দ্বারস্থ হন। অভিযোগ ছিল, প্রশ্নপত্রে বেশ কয়েকটি ভুল ছিল। সেগুলি স্বীকার করে নেয় পর্ষদও। সেই প্রেক্ষিতে ভুল প্রশ্নগুলিতে যে সব পরীক্ষার্থী উত্তর দিয়েছেন, তাঁদের পুরো নম্বর দেওয়ার নির্দেশ দেয় আদালত। সেই অনুযায়ী ওই পরীক্ষার্থীরাও নম্বর পান৷ কিন্তু নম্বর বাড়ার পরেও তাঁদের কেন নিয়োগ করা হল না, এ নিয়ে আদালতের দ্বারস্থ হন তাঁরা। তার ভিত্তিতেই প্রথমে ২৩, পরে ৫৪ এবং এখন ১১২ জন ‘যোগ্য’ টেট পরীক্ষার্থীকে চাকরি দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
গত নির্দেশের প্রেক্ষিতে পর্ষদের বক্তব্য ছিল, প্রশ্নে ভুল হয়েছে ঠিকই। কিন্তু, এই মুহূর্তে পর্ষদের হাতে শূন্যপদের তালিকা নেই। সেই কারণেই নিয়োগ সম্ভব নয়। যদিও আদালতের স্পষ্ট বক্তব্য, ভুল যখন পর্ষদের, তখন তাদেরই ভুলের মাসুল দিতে হবে।