হয় চাকরি দিন নয় আত্মহত্যার অনুমতি! মুখ্যমন্ত্রীকে ‘অনুরোধ’, আটক বহু প্রার্থী!

হয় চাকরি দিন নয় আত্মহত্যার অনুমতি! মুখ্যমন্ত্রীকে ‘অনুরোধ’, আটক বহু প্রার্থী!

কলকাতা: সমস্ত আপার প্রাইমারি টেট পাশ প্রার্থীদের চাকরি সুনিশ্চিত করতে হবে। আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই দাবি তোলা হল। দাবি করলেন নবশিখা সংগঠনের সভাপতি মহাদেব দুলে। তিনি জানান, তারা আপার প্রাইমারি টেট পাশ এবং ২০১৬ পরবর্তী সময়ে ট্রেনিং কমপ্লিট করেছেন। তবুও আজ ২০২২ সালেও ‘প্রফেশনাল কোয়ালিফিকেশনস’-এর জন্যে বরাদ্দ ১০ নম্বর থেকে তারা বঞ্চিত। মূলত এই দাবি জানিয়ে আজ চাকরিপ্রার্থীদের তরফে হাজরামোড়ে জমায়েত করার চেষ্টা করা হয়। মিছিল শুরু হওয়ার আগেই চাকরিপ্রার্থীদের আটক করে পুলিশ। তুলে নিয়ে যাওয়া হয় লালবাজারে। কয়েকঘণ্টা আটক থাকার পর ব্যক্তিগত জামিনে প্রায় ৩০ জনকে ছেড়ে দেওয়া হয় পুলিশের তরফে৷

আরও পড়ুন- ‘হঠাৎ’ বেকার হওয়া শিক্ষিকার পাশেই আদালত, কড়া নির্দেশ ‘অভিযুক্ত’ স্কুলকে

এদিনের আন্দোলন প্রসঙ্গে নবশিখা সংগঠনের সভাপতি মহাদেব দুলে বলেন, কলকাতা হাইকোর্ট একটি রায়ে বলেছিল, ২০১৬ সালে অক্টোবরের পরবর্তী ট্রেনিং আপডেট করা হবে না। তারা হাইকোর্টের রায়কে মেনে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ করছেন আপার প্রাইমারিতে ২০১৬ অক্টোবরের পূর্বে ১৪ হাজার ৩৩৯ টি শূন্যপদ নিয়োগের চলার পাশাপাশি অবিলম্বে ২০১৬ অক্টোবরের পরবর্তী শূন্যপদে ট্রেনিং আপডেট করে সমস্ত আপার প্রাইমারি টেট পাশ প্রার্থীদের চাকরি সুনিশ্চিত করতে।

মহাদেব জানান, তাঁরা অসহায় হয়ে পড়েছেন ন্যায্য অধিকার না পেয়ে। তাদের বয়স শেষের দিকে, এই চাকরিটাই তাদের আশা ভরসা। বাড়িতে বৃদ্ধ মা, বাবা রয়েছেন যাদের দেখভাল করা দুস্কর হয়ে উঠছে। শিক্ষক পদে যোগ্য হওয়া স্বত্বেও তারা বঞ্চিত। কবে পাবেন তারা তাদের ন্যায্য অধিকার, প্রশ্ন তাঁর। এই ইস্যুতে তাঁর আরও হুঁশিয়ারি, যে যন্ত্রণা তারা পাচ্ছেন তা সহ্য করা সম্ভব হচ্ছে না আর। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তাঁর দাবি, চাকরি সুনিশ্চিত করুন না হলে তাদের আত্মহত্যা করার অনুমতি দিন! বেকারত্বের বোঝা বয়ে যাওয়া আর সম্ভব নয় বলেই জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 2 =