চলতি বছরে হবে নিয়োগ, গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি SSC-র, পুজোর মাসে আসছে সুখবর

চলতি বছরে হবে নিয়োগ, গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি SSC-র, পুজোর মাসে আসছে সুখবর

 

নয়াদিল্লি: চলতি বছরের জন্য পরীক্ষার ক্যালেন্ডার সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করল স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি)৷ এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সিকেলশন পোস্ট এগজাম, দিল্লি পুলিশ ও সিএপিএফ-এর সাব-ইন্সপেক্টর পদের পরীক্ষা, জুনিয়র হিন্দি অনুবাদন, জুনিয়র অনুবাদক এবং সিনিয়র হিন্দি অনুবাদক পরীক্ষা নেওয়া হবে অক্টোবর এবং নভেম্বর মাসে৷ 

আরও পড়ুন- সুখবর! পুজোর মাসেই ৭০ হাজার কর্মী নিয়োগ করবে Flipkart

জুনিয়র ইঞ্জিনিয়র (সিভিল, ইলেকট্রিক, মেকানিক্যাল এবং কোয়ান্টিটি সার্ভেসিং ও চুক্তি) পরীক্ষা, স্টেনোগ্রাফার গ্রেড ‘সি’ এবং ‘ডি’ পরীক্ষা, কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল, কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এবং মাল্টি টাস্কিং (নন-টেনিক্যাল) স্টাফ এগজামিনেশন সহ অন্যান্য পরীক্ষার সময়সূচি ২২ সেপ্টেম্বর প্রকাশ করা হবে৷ গতকাল এসএসসি-র তরফে জানানো হয়েছিল, কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল (CHSL) এগজামিনেশন ২০১৯ এর পরীক্ষার্থীরা সংশোধিত পরীক্ষা কেন্দ্র নির্বাচন করতে পারবেন৷ ১৮ সেপ্টেম্বর থেকে সেই উইন্ডো খুলে দেওয়া হবে৷  ১৮ তারিখ থেকে ২০ তারিখের মধ্যে প্রার্থীরা তাঁদের পরীক্ষাকেন্দ্র বদল করতে পারবেন৷ তাঁদের নিজস্ব রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড বা জন্ম তারিখ দিয়ে এসএসসি’র ওয়েবসাইটে লগইন করতে হবে৷ এসএসসি’র ওয়েবসাইটি হল ssc.nic.in. নির্দিষ্ট দিনের মধ্যে ২০১৯ সালের কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল (CHSL) পরীক্ষার্থীরা তাঁদের পছন্দ মতো পরীক্ষা কেন্দ্র বদল করতে পারবেন৷ এর জন্য এসএসসি-র সাইটে একটি লিঙ্কও দেওয়া হয়েছে৷  

আরও পড়ুন- সুখবর! পুজোর পর খাদ্য দফতরের সাব-ইন্সপেক্টর পদে নিয়োগ, আসছে ডাকা

সম্প্রতি এসএসসি অফিশিয়াল ওয়েবসাইটে সাব ইন্সপেক্টর (Fire) পদে সিলেকশন পোস্ট ফেজ VII ২০১৯ এর সংশোধিত ফলাফল ঘোষণা করা হয়েছে৷ ৯৭০ জন প্রার্থীর ফলাফল পিডিএফ ফর্ম্যাটে আপডেট করা হয়েছে। যাঁরা সিলেকশন পোস্ট ফেজ VII পরীক্ষায় বসেছিলেন, তাঁরা পিডিএফ ডাউনলোড করে ফলাফল জানতে পারবেন৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − fourteen =