বেঙ্গালুরু: পুজোর মাস অক্টোবর সিজন সেল ও বিগ বিলিয়ন ডে সেল ইভেন্টের আগেই কল্যাণ কৃষ্ণমুর্তি’র সংস্থা ফ্লিপকার্ট কর্মী নিয়োগ করতে চলেছে৷ এই মর্মে ই-বাণিজ্য সংস্থা ফ্লিপকার্ট ৭০,০০০ কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
ফ্লিপকার্ট সংস্থা তরফে জানানো হয়েছে, সংস্থা তার সরবরাহকারী অঞ্চলে চলতি বছর বিপুল সংখ্যক কর্মী নিয়োগ করতে চলেছে৷ পাশাপাশি জানা গিয়েছে, ফ্লিপকার্টের সঙ্গে জড়িত একাধিক বিক্রয় প্রতিষ্ঠান এবং অন্যান্য অংশীদাররাও পরোক্ষভাবে লক্ষাধিক কর্মী নিয়োগ করবে৷ এই মর্মে ফ্লিপকার্টের ই-কার্ট ও মার্কেট প্লেস-এর সিনিয়র সহ-সভাপতি অমিতেশ ঝা জানিয়েছেন, ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডে ইভেন্টের স্কেল হিসাবে পুরো সিস্টেমের অগ্রগতি ও অতিরিক্ত সুযোগ তৈরি করার চেষ্টা করছে এবং একই সঙ্গে একাধিক ভোক্তাদের চাহিদা পূরণ করে তাঁদের যথাযথ সুবিধা দেওয়ার কথা ভাবছে৷ এর ফলে অংশীদারিত্ব তৈরির কাজ আরও এগিয়ে নিয়ে যেতে চায় সংস্থা৷ সেই কারণে একাধিক কর্মী নিয়োগ করে এই কাজ সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে চলাই ফ্লিপকার্টের প্রধান লক্ষ্য৷ অমিতেশ ঝাঁ বলেন, ক্রেতা-স্বার্থ সুরক্ষিত রাখতে সর্বদা তৎপর ফ্লিপকার্ট। আর ঠিক সেই কারণেই দরকার একাধিক কর্মী।
ইতিমধ্যেই ফ্লিপকার্ট ক্লাসরুম এবং ডিজিটাল প্রশিক্ষণ ব্যবস্থার কর্মসূচি গ্রহণ করেছে সংস্থা। তার জন্য নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম চলছে। সাপ্লাই চেইন পরিচালনায় সংস্থা তাদের অগ্রগতি যোগাযোগ ও আলোচনার মাধ্যমে বাড়াতে চাইছে। গ্রাহক পরিষেবা, ডেলিভারি, ইনস্টলেশন ও সুরক্ষা এবং ইআরপি হ্যান্ডলিং ইত্যাদি ক্ষেত্রে প্রচুর সংখ্যায় কর্মী দরকার। ক্রম বর্ধমান ই-বাণিজ্য শিল্পে কেরিয়ারের অগ্রগতি সক্রিয় করতে কর্মীদের নির্দিষ্ট প্রশিক্ষণের পর তাদের কাজে নিয়োগ করতে চায় ফ্লিপকার্ট। এই প্রশিক্ষণের ফলে কর্মীরা ই-বাণিজ্যের যেকোনও ফার্মে কাজের অভিজ্ঞতা ও দক্ষতা দুইই পাবেন।
বর্তমানে অনলাইন কেনাকাটায় মানুষের ঝোঁক উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। ই-কমার্স সাইট গুলি এর ফলে লাভবান হচ্ছে। স্বাভাবিক ভাবেই ফেস্টিভ্যাল সিজনে এখান থেকে বেশিরভাগ মানুষই কেনাকাটা করতে উৎসাহী হন। এবছর করোনা আবহে সোশ্যাল ডিস্টেন্সিং এর কথা মাথায় রেখে অনেকেই অনলাইন কেনাকাটার ওপর জোর দিতে পারে বলে আশা করছে ফ্লিপকার্ট কর্তৃপক্ষ। সেই মর্মেই অতি দ্রুত বিপুল সংখ্যায় কর্মী নিয়োগ করতে প্রস্তুতি নিচ্ছে সংস্থা।