নয়াদিল্লি: ভারতীয় বায়ুসেনায় অংশ হওয়ার স্বপ্ন দেখেন হাজার হাজার যুবক৷ তাঁদের হাতের সামনে রয়েছে এবার সেই স্বপ্ন পূরণ হওয়ার সুযোগ৷ আগামী ডিসেম্বর মাস থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলেছে ভারতীয় বায়ুসেনা (IAF)৷ ১০ ডিসেম্বর থেকে শুরু হবে নিয়োগ প্রক্রিয়া৷ এয়ারমেন গ্রুপ X এবং গ্রুপ Y পদে নিয়োগ করা হবে৷ শুক্রবার থেকেই শুরু হয়ে গিয়েছে অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া৷
আরও পড়ুন- একাধিক শূন্যপদে প্রার্থী নিচ্ছে কানাড়া ব্যাঙ্ক, শুরু আবেদন প্রক্রিয়া
দিল্লি, উত্তরপ্রদেশ, পাটনা, উত্তরাখণ্ড, পুদুচেরী এবং মধ্যপ্রদেশে এই রিক্রুটমেন্ট প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সেন্টার করা হয়েছে৷ প্রি-রেজিস্ট্রেশনের জন্য অনলাইন আবেদন করতে পারবেন শুধুমাত্র পুরুষ (ভারতীয়/নেপালি) নাগরিকরা৷ দিল্লির কেন্দ্র শাসিত অঞ্চল এবং উত্তরাখণ্ডের প্রার্থীদের নয়া দিল্লির সেন্টারে যোগ দিতে হবে৷
শিক্ষাগত যোগ্যতা-
যে সকল প্রার্থী এয়ারমেন পদে যোগ দিতে ইচ্ছুক তাঁদের উচ্চমাধ্যমিক পরীক্ষায় অবশ্যই ৫০ শতাংশ নম্বর থাকতে হবে৷ পাশাপাশি ইংরেজিতেও ৫০ শতাংশ নম্বর পেতে হবে৷ অথবা সরকারি স্বীকৃতিপ্রাপ্ত পলিটেকনিক ইন্সটিটিউশন থেকে ৫০ শতাংশ নম্বর সহ ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইল, কম্পিউটার সায়েন্স, ইন্সট্রুমেনটেশন টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজিতে তিন বছরের ডিপ্লোমা কোর্স থাকতে হবে৷
বয়স- এই পদে আবেদনের জন্য ২০০০ সালের ১৭ জানুয়ারি থেকে ২০০৩ সালের ৩০ ডিসেম্বরের মধ্যে প্রার্থীর জন্ম তারিখ হতে হবে৷
আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মতো শুরু প্রাথমিকে নিয়োগ, জারি বিজ্ঞপ্তি
নির্বাচন প্রক্রিয়া-
প্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষা দিতে হবে৷ তার পর হবে ফিজিক্যাল এফিসিয়েন্স টেস্ট (PET)৷ উভয়ের মিলিত ফলের উপর ভিত্তি করেই প্রার্থী নির্বাচন করা হবে৷
রিপোর্টিং-এর সময়-
১০ থেকে ১৯ ডিসেম্বরের মধ্যে নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্রে প্রার্থীদের রিপোর্ট করতে হবে৷ অ্যাডমিট কার্ড, আসল মার্কশিট এবং সার্টিফিকেট, প্রতিটি সার্টিফিকেটের চারটি সেলফ-অ্যাটাস্টেড ফটোকপি এবং সম্প্রতি তোলা ৩০টি পাসপোর্টসাইজ ছবি সঙ্গে আনতে হবে৷