আগামী সপ্তাহ থেকে ডিভিশন বেঞ্চে নতুন করে শুনানি শুরু উচ্চ প্রাথমিকের

আগামী সপ্তাহ থেকে ডিভিশন বেঞ্চে নতুন করে শুনানি শুরু উচ্চ প্রাথমিকের

কলকাতা:  কিছুতেই কাটছে না উচ্চ প্রাথমিকের জট৷ এবার কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশনে বেঞ্চের দ্বারস্থ হয়েছেন বেশ কিছু চাকরিপ্রার্থী৷ আজ মঙ্গলবার ছিল সেই মামলারই শুনানি৷ এদিন আদালত জানায়, শুনানি হবে আগামী মঙ্গলবার ২০ জুলাই৷ 

আরও পড়ুন- সরকারি কর্মীদের জন্য সুখবর! বাড়তে চলেছে DA, সব মিলিয়ে কত হবে বেতন?

হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সৌগত ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানায়, আগামী মঙ্গলবার এই মামলার শুনানি হবে৷ নিয়োগ সংক্রান্ত যাবতীয় অভিযোগ খতিয়ে দেখা হবে৷ অভিযোগকারীদের বক্তব্য, উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া পুরোটাই ভুলে ভরা এবং অস্বচ্ছ। তাই এই প্রেক্ষিতে নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ায় তারা বিরোধিতা করছে। এই অভিযোগের ভিত্তিতেই সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে গিয়েছে তারা৷ এই মামলার শুনানি হবে বিচারপতি সুব্রত তালুকদার এবং সৌগত ভট্টাচার্যের বেঞ্চে৷  

আরও পড়ুন-টিসিএসে ৪০ হাজার কর্মী নিয়োগ, কলেজ পড়ুয়াদের জন্য বড় সুযোগ!

আদালতের নির্দেশে ৮ জুলাই পূর্ণাঙ্গ ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন। ওই তালিকার প্রতিলিপি আদালতেও পেশ করা হয়।  ৯ জুলাই বিচারপতি গঙ্গোপাধ্যায় নতুন তালিকা দেখা সন্তোষ প্রকাশ করেন এবং স্থাগিতাদেশ তুলে দেওয়া হয়৷ তিনি বলেন, ৫ বছর ধরে নিয়োগ প্রক্রিয়া স্থগিত রয়েছে৷ এবার এই প্রক্রিয়া শুরু হোক৷ পাশাপাশি এও বলা হয়, ইন্টারভিউ নিয়ে কোনও অভিযোগ থাকলে কমিশনে অভিযোগ জানানো যাবে৷ সেই মতো শুরু হয়েছে অভিযোগ নেওয়া৷  মঙ্গলবার সকাল থেকেই সল্টলেকে স্কুল সার্ভিস কমিশনের দফতরের বাইরে অভিযোগকারীদের লম্বা লাইন৷
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − eleven =