টিসিএসে ৪০ হাজার কর্মী নিয়োগ, কলেজ পড়ুয়াদের জন্য বড় সুযোগ!

টিসিএসে ৪০ হাজার কর্মী নিয়োগ, কলেজ পড়ুয়াদের জন্য বড় সুযোগ!

কলকাতা: টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টিসিএস) কর্মী নিয়োগ করবে। ভারতের সর্ববৃহৎ তথ্যপ্রযুক্তি সংস্থা জানিয়েছে, চলতি অর্থবর্ষে দেশজুড়ে ক্যাম্পাসিংয়ের মাধ্যমে ৪০,০০০-এরও বেশি ফ্রেশার নিয়োগ করবে তারা।

টিসিএসের বিশ্বব্যাপী মানব সম্পদ (হিউম্যান রিসোর্স) বিভাগের প্রধান মিলিন্দ লাক্কাড় জানিয়েছেন, গত অর্থবর্ষে দেশের বিভিন্ন প্রান্তের কলেজ থেকে ৪০,০০০ ফ্রেশার নিযুক্ত হয়েছিল। চলতি অর্থবর্ষে সেই সংখ্যাটা আরও বাড়বে। এতে করোনা নামক অতিমারির কোনও প্রভাব পড়বে না। তিনি বলেছেন, ‘গত অর্থবর্ষে ভার্চুয়ালি এন্ট্রাস নেওয়া হয়েছিল, অংশ নিয়েছিলেন ৩.৬ লক্ষ প্রার্থী। দেশের বিভিন্ন প্রান্তের ক্যাম্পাস থেকে আমরা গত বছর ৪০,০০০ ফ্রেশার নিয়োগ করেছিলাম। আমাদের নিয়োগ প্রক্রিয়া চলবে। এবার দেশের ৪০,০০০-এরও বেশি গ্র্যাজুয়েট হওয়া প্রার্থীকে নিয়োগ করব আমরা।’ পাশাপাশি তিনি জানিয়েছেন, গত বছর আমেরিকার কলেজের ক্যাম্পাস থেকে ২,০০০ ট্রেনিকে নিয়োগ করা  হলেও, এবার সেই সংখ্যাটাও বাড়বে।

ভারতের সর্ববৃহৎ তথ্যপ্রযুক্তি সংস্থার চিফ অপারেটিং অফিসার এন গণপতি সুব্রমনিয়াম জানিয়েছেন, ভারতে অনেক প্রতিভা রয়েছে৷ ভারতীয় প্রার্থীদের প্রতিভাকে ‘বিস্ময়কর’ বলেও অ্যাখ্যা দিয়ে তাঁর দাবি, করোনা পরিস্থিতিতে খরচ নিয়ে কোনও উদ্বেগ নেই। জুন ত্রৈমাসিকে টাটা কনসালটেন্সি সার্ভিসেসে (টিসিএস) কর্মীর সংখ্যা পাঁচ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। ৩০ জুন পর্যন্ত বিশ্বজুড়ে টিসিএসে ৫০৯,০৫৮ কর্মী কাজ করছিলেন৷ জুন ত্রৈমাসিকেই সবচেয়ে বেশি কর্মী নিযুক্ত হয়েছেন টিসিএসে। এটি  টাটার তথ্যপ্রযুক্তি সংস্থায় সর্বোচ্চ ত্রৈমাসিক নিয়োগ। টাটা গ্রুপের তরফে জানানো হয়েছে, ‘অত্যন্ত বৈচিত্র্যপূর্ণ কর্মী রয়েছেন। বিশ্বের ১৫৫টি দেশের কর্মীরা এখানে কর্মরত৷ মোট কর্মীর ৩৬.২ শতাংশ মহিলা রয়েছেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − sixteen =