SLST সহকারী শিক্ষক নিয়োগ মামলায় নয়া মোড়, সিবিআই FIR দায়ের

SLST সহকারী শিক্ষক নিয়োগ মামলায় নয়া মোড়, সিবিআই FIR দায়ের

74610f74b91ad738dc1ae97cef5cf3c1

কলকাতা: এসএলএসটি সহকারী শিক্ষক নিয়োগ মামলায় সিবিআইয়ের FIR দায়ের হল। তাতে নাম দেওয়া হল শান্তি প্রসাদ সিনহার। এই প্রথম শান্তি প্রসাদ সিনহার নামে এফআইআর দায়ের হল। এসএলএসটি শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় আজ সিবিআই আদালতে জানায় যে তারা এফআইআর করেছে। একই সঙ্গে রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। মামলার পরবর্তী শুনানি আগামী সোমবার।

আরও পড়ুন- ২০১৬-র পর হয়নি পরীক্ষা, কবে হবে জানা নেই, দুর্নীতির কাঁটায় বিদ্ধ এসএসসি

সিবিআই জানিয়েছে, গতকালের আদালতের নির্দেশের প্রেক্ষিতে এফআইআর দায়ের করা হয়েছে। উপদেষ্টা কমিটির সদস্যদের জিজ্ঞাসাবাদের জন্য আজকে নোটিশ পাঠানো হয়েছে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে জানায় তারা। এদিকে শান্তি প্রসাদ সিনহার আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য জানান, “সবাই চাইছে সব মামলা আপনার এজলাসে হোক। তাঁর মন্তব্যরে প্রেক্ষিতে বিচারপতি বলেন, “আমি তো শুনলাম আমার ছবি নিয়ে লোকে জিজ্ঞাসা করছে, এই জজ কোথায় বসেন? “তবে সাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করতে এলে আমি আইনের সাহায্য নিয়ে সাক মাছ আলাদা করবো ।” হেসে জানালেন বিচারপতি গাঙ্গুলি।

অন্যদিকে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিচারপতির বিরুদ্ধে যে ক্ষোভ দেখানো হচ্ছে তার প্রসঙ্গে বলেন, “এটা অত্যন্ত দুঃখের বিষয় যে বিচারপতির বিরুদ্ধেও বিক্ষোভ দেখানো হচ্ছে। বিচারপতি হওয়ার আগে কার সঙ্গে তাঁর যোগাযোগ ছিল সেই সূত্র টেনে এনে বিক্ষোভ দেখান হচ্ছে, এটা দুর্ভাগ্যজনক।” শুনানি শেষে আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি তা জানিয়ে দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *