সরকারি কর্মীদের জন্য সুখবর! বাড়তে চলেছে DA, সব মিলিয়ে কত হবে বেতন?

সরকারি কর্মীদের জন্য সুখবর! বাড়তে চলেছে DA, সব মিলিয়ে কত হবে বেতন?

নয়াদিল্লি:  কেন্দ্রীয় সরকারি কর্মী ও পনশনভোগীদের জন্য সুখবর৷ জুলাই মাস থেকে অন্তত ৩ শতাংশ মহার্ঘভাড়া বৃদ্ধি পেয়ে চলেছে৷ সেপ্টেম্বর মাসের মধ্যে সকলেই বর্ধিত হারে ভাতে পাবেন৷ ডিএ ও ডিআর নিয়ে দীর্ঘদিন ধরেই আশায় রয়েছেন কেন্দ্রীয় সরকারের কর্মী ও পেনসনভোগীরা৷ এর আগে বলা হয়েছিল জুলাই থেকে কেন্দ্রীয় সরকারের কর্মীদের ডিএ বাড়ানো হবে৷ করোনা পরিস্থিতিতে তিনটি কিস্তির ডিএ বকেয়া রয়েছে৷   

আরও পড়ুন- টিসিএসে ৪০ হাজার কর্মী নিয়োগ, কলেজ পড়ুয়াদের জন্য বড় সুযোগ!

কেন্দ্রীয় সরকারের কর্মীরা ১৭ শতাংশ ডিএ পান৷ তিনটি বকেটা মেটালে তা ২৮ শতাংশে পৌঁছাবে৷ ২০২০-র জানুয়ারির পর, ২০২০-র জুলাই এবং ২০২১-এর জানুয়ারির ডিএ বাকি পড়ে রয়েছে৷ গত বছর জানুয়ারি মাসে ৪ শতাংশ, জুলাই মাসে ৩ শতাংশ এবং চলতি বছর জানুয়ারিতে ৪ শতাংশ বকেয়া রয়েছে৷ এর সঙ্গে যুক্ত হবে জুলাই মাসের ৩ শতাংশ৷ ফলে সব মিলিয়ে মোট ডিএ ৩১ শতাংশ৷ 

আরও পড়ুন- ইসরোয় টেকনিশিয়ান অ্যাপ্রেনটিস নিয়োগের বিজ্ঞপ্তি জারি

উল্লেখ্য, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্সে মুদ্রাস্ফীতির হার অনুযায়ী মহার্ঘভাতা নির্ধারিত হয়ে থাকে। করোনাকালে দেশজুড়ে চলছে মুদ্রাস্ফীতি৷ দ্রব্যমূল্য বৃদ্ধির জেরে সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের যাতে ভুগতে না হয়, তা নিশ্চিত করতে সরকার ডিএ দিতে দায়বদ্ধ। মূলত শহর, শহরাঞ্জল ও গ্রাম, সরকারি কর্মীদের এই তিনটি ভাগে ভেঙে ডিএ নির্ধারিত হয়৷ ডিএ বাড়লে উপকৃত হবেন ৫০ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও ৬৫ লক্ষ পেনসন হোল্ডার৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + 14 =