একাধিক শূন্যপদে প্রার্থী নিচ্ছে কানাড়া ব্যাঙ্ক, শুরু আবেদন প্রক্রিয়া

একাধিক শূন্যপদে প্রার্থী নিচ্ছে কানাড়া ব্যাঙ্ক, শুরু আবেদন প্রক্রিয়া

নয়াদিল্লি: একাধিক শূন্যপদে প্রার্থী নিয়োগ করছে কানাড়া ব্যাঙ্ক৷ স্কেল ১ এবং স্কেল ২ বিভিন্ন শাখায় স্পেশালিস্ট অফিসার পদে ২২০ জন প্রার্থী নিয়োগ করা হবে৷ স্কেল ২ এবং স্কেল ৩ ক্যাটাগরিতে তফশিলি উপজাতি প্রার্থীদের স্পেশাল রিক্রুটমেন্ট করা হবে৷ ইচ্ছুক প্রার্থীরা কানাড়া ব্যাঙ্কের নিজস্ব ওয়েবসাইট canarabank.com এ গিয়ে আবেদন করতে পারবেন৷ আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত অনলাইন আবেদন করা যাবে৷ পরীক্ষা হবে আগামী বছর ২০২১ সালের জানুরায়ি বা ফেব্রুয়ারি মাসে৷ 

আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মতো শুরু প্রাথমিকে নিয়োগ, জারি বিজ্ঞপ্তি

কী ভাবে আবেদন করতে হবে-

* আবেদন করার জন্য প্রথমেই যেতে হবে কানাড়া ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট  canaranbank.com.৷ 
* হোমপেজে গিয়ে কেরিয়ার অপশনে ক্লিক করতে হবে৷ 
* ক্লিক করার পরই একটি নতুন পেজ খুলে যাবে৷ 
* এর পর রিক্রুটমেন্ট লিঙ্কে ক্লিক করতে হবে৷ 
* এর পর ‘Recruitment process – Specialist officiers and specialist recruitment drive’ লিঙ্কে ক্লিক করতে হবে৷ 
* অফিসিয়াল নোটিফিকেশন পড়ার পর অ্যাপ্লাই অপশনে ক্লিক করতে হবে৷ 

 

আরও পড়ুন- আদৌ হবে প্রাথমিকে শিক্ষক নিয়োগ? TET বিজ্ঞপ্তি প্রকাশ হতেই মামলা হাইকোর্টে

শূন্যপদের বিস্তারিত বিবরণ-

* ব্যাকআপ অ্যাডমিনিস্ট্রেটর- শূন্যপদ ৪
* এক্সট্রাক্ট, ট্রান্সফর্ম অ্যান্ড লোড (ইটিএল) স্পেশালিস্ট- শূন্যপদ ০৫
* বিআই স্পেশালিস্ট- শূন্যপদ ৫
* অ্যান্টিভাইরাস অ্যাডমিনিস্ট্রেটর- শূন্যপদ ৫
*নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর- শূন্যপদ ১০
* ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর- শূন্যপদ ১২
* ডেভলপার/ প্রোগ্রামার- শূন্যপদ ২৫
* সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর- শূন্যপদ ২১
* এসওসি অ্যানালিস্ট- শূন্যপদ ৪
* ম্যানেজার্স ল- শূন্যপদ ৪৩
* কস্ট অ্যাকাউন্টেন্ট- শূন্যপদ ১
* চাটার্ড অ্যাকাউন্টেন্ট- শূন্যপদ ২০
* ম্যানেজার ফিনান্স- শূন্যপদ ২১
* ইনফরমেশন সিকিউরিটি অ্যানালিস্ট- শূন্যপদ ৪
* এথিকাল হ্যাকার্স অ্যান্ড পেনিট্রেশন টেস্টার্স- শূন্যপদ ০২
* সাইবার ফরেন্সিক অ্যানালিস্ট- শূন্যপদ ২
* ডাটা মাইনিং এক্সপার্ট- শূন্যপদ ২
* OFSAA অ্যাডমিনিস্ট্রেটর- শূন্যপদ ২
* OFSS টেকনো ফাংশনাল- শূন্যপদ ৫
* বেস ২৪ অ্যাডমিনিস্ট্রেটর – শূন্যপদ ২
* স্টোরেজ অ্যাডমিনিস্ট্রেটর- শূন্যপদ ৪
* মিডলওয়্যার অ্যাডমিনিস্ট্রেটর- শূন্যপদ ০৫
* ডাটা অ্যানালিস্ট- শূন্যপদ ২
* ম্যানেজার- শূন্যপদ ১৩
সিনিয়র ম্যানেজার- শূন্যপদ ১

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − nine =