সোমার চাকরিতে খুশি, অন্য লড়াই চালাচ্ছেন ব্রেন টিউমারে আক্রান্ত অনুপ

সোমার চাকরিতে খুশি, অন্য লড়াই চালাচ্ছেন ব্রেন টিউমারে আক্রান্ত অনুপ

কলকাতা: কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অনুরোধে অবশেষে ক্যানসার আক্রান্ত সোমা দাসকে চাকরির সুপারিশপত্র দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। নিজের জেলাতেই চাকরি দেওয়া হয়েছে তাঁকে। সোমা নিজে চাকরি পেলেও একশ শতাংশ খুশি হননি। কারণ অনেকের চাকরিই তো ‘চুরি’ গিয়েছে। তবে সোমার চাকরি পাওয়াতে খুশি অনুপ কুমার ঘোষ। তিনিও এসএসসি দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন মঞ্চে সামিল আছেন, ন্যায্য চাকরির দাবিতে লড়ছেন। তবে তাঁর আছে অন্য লড়াই। তিনি ব্রেন টিউমারে আক্রান্ত।

আরও পড়ুন- ‘হেরে গিয়েছেন তো কী হয়েছে, ঘর থেকে বের হন’, দলীয় কর্মীদের মন্ত্র মমতার

অনুপ জানিয়েছেন, চাকরির পাওয়ার জন্য বাকিদের সঙ্গে লড়াই তিনি প্রথম থেকেই করছেন। কিন্তু একা নিজেকে অসুস্থ মনে করেন না। কারণ তাঁর কথায়, যারা যারা এতদিন ধরে আন্দোলন করছে তারা সবাই কোনও না কোনও ভাবে অসুস্থ। তবে তাঁর অসুস্থতা যে অন্যদের থেকে আলাদা এটা তো মানতেই হবে। নদিয়ার বেথুয়াডহরীর বাসিন্দা অনুপকুমার ঘোষ আন্দোলনে যোগ দেওয়ার পর জানতে পারেন যে তাঁর ব্রেন টিউমার আছে। লক্ষাধিক টাকা খরচ করে অস্ত্রপচারও হয় তাঁর। এখন দ্বিতীয়বার অস্ত্রপচার হওয়ার সম্ভাবনা আছে। তাই টাকা কী ভাবে জোগাড় হবে তাই নিয়ে চিন্তিত তিনি। বাড়িতে স্ত্রী এবং সন্তানের জন্যও উদ্বেগ হয় তাঁর। কিন্তু ন্যায্য চাকরির দাবি তিনি ছাড়বেন না।

অনুপের স্ত্রী জানিয়েছেন, চিকিৎসকদের পরামর্শ মেনে গত ৬ মাস বাড়িতে ছিলেন অনুপ। কিন্তু পুরোপুরো সুস্থ হওয়ার আগেই আবার আন্দোলনকারীদের পাশে দাঁড়াতে বিক্ষোভস্থলে এসেছেন তিনি। যদিও অনুপ বলেছেন তিনি সহানুভূতির চাকরি চান না। তাঁর মতো অনেক যোগ্যরা আছেন, সবাই যেন চাকরি পায় ন্যায্য ভাবেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + 6 =