‘হেরে গিয়েছেন তো কী হয়েছে, ঘর থেকে বের হন’, দলীয় কর্মীদের মন্ত্র মমতার

‘হেরে গিয়েছেন তো কী হয়েছে, ঘর থেকে বের হন’, দলীয় কর্মীদের মন্ত্র মমতার

4e51290590358896b1ef260433150acc

আদ্রা: একুশের বিধানসভা ভোটে রাজ্যজুড়ে উঠেছিল সবুজ ঝড়৷ কিন্তু, পুরুলিয়ায় ফুটেছিল পদ্ম৷ তৃণমূল প্রার্থী সুজয় বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে জয়ী হন বিজেপি’র সুদীপ মুখোপাধ্যায়৷ ২০১৯ সালের লোকসভা ভোটেও পুরুলিয়ায় ভালো ফল করেছিল বিজেপি৷ জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো৷ পুরুলিয়ায় বিজেপি’র শক্ত ভিতে আঘাত হানতে বদ্ধপরিকর ঘামফুল শিবির৷ তাই কর্মীসভা থেকে দলীয় কর্মীদের চাগিয়ে দিলেন তিনি৷ হারের ক্ষত ভুলে ঘুরে দাঁড়ানোর দাওয়াই দিয়ে দলনেত্রী বলেন, ‘‘আমি আপনাদের পাহারদার, হেরে গিয়েছেন তো কী হয়েছে৷ ঘর থেকে বের হন৷’’

আরও পড়ুন- কুড়মালি ভাষাতেও লিখেছেন কবিতা! অজানা কথা ফাঁস করলেন মমতা নিজেই

৪০ ডিগ্রি তাপমাত্রাতেও মুখ্যমন্ত্রীর সভায় এদিন ঠাসা ভিড়৷ তারই মধ্যে দলীয় কর্মীদের চাঙ্গা করতে দলনেত্রী বলেন, ‘‘তৃণমূলের সকল কর্মী আমাদের সম্পদ৷ আমি ওঁদের সকলের সঙ্গে ভাইবোনের মতো ব্যবহার করি৷ মঞ্চে বড়জোড় ২০ জন নেতা আছেন৷ আর নীচে রয়েছেন কয়েক লক্ষ লোক৷ বড় নেতারা নন, বড় আপনারা৷’’ তিনি আরও বলেন, ‘‘আমি চাই দলের সকল কর্মীরা ঘর থেকে বের হোক৷ গ্রামে গ্রামে সাইকেল নিয়ে ঘুরুন৷ সেখানে গিয়ে বসুন৷ দেখুন কে পাট্টা পাচ্ছেন না৷ কার কী অসুবিধা হচ্ছে৷ মানুষ কী চাইছে৷ আমি আপনাদের সঙ্গে থাকব৷ আগামী দিনে যেন বিজেপি, সিপিএম বা কংগ্রেস, কেউ এখান থেকে একটা আসনও না পায়৷ এটা আপনাদের লক্ষ্য রাখতে হবে৷’’