ক্ষমতায় এলেই ৭৫ লক্ষ চাকরি, বঙ্গে ‘প্রতিশ্রুতি’ বিজেপি’র

ক্ষমতায় এলেই ৭৫ লক্ষ চাকরি, বঙ্গে ‘প্রতিশ্রুতি’ বিজেপি’র

কলকাতা:  বিহারে গেরুয়া ঝড় তোলার পর বিজেপি’র নজরে এখন বাংলা৷ বিহার নির্বাচনে অন্যতম ইস্যু ছিল বেকারত্ব৷ বাংলা জয়ের পথে ‘বেকারত্ব’ই যে অন্যতম প্রধান ইস্যু হতে চলছে সে বিষয়ে কোনও সংশয় নেই৷ সম্প্রতি প্রকাশিত হয়েছে তৃণমূল সরকারের ১০ বছরের রিপোর্ট কার্ড৷ এই রিপোর্ট কার্ড নিয়ে তৃণমূল নেতৃত্ব খুশি হলেও, চুল চেরা বিশ্লেষণে বসেছে বিরোধী দল৷ তৃণমূলের এই রিপোর্ট কার্ডে রাজ্যের কর্মসংস্থান নিয়ে কোনও তথ্য দেওয়া হয়নি বলে অভিযোগ তুলেছে গেরুয়া দল৷ আর তাই বাংলার নির্বাচনী রণক্ষেত্রে ‘বেকারত্ব’-কে হাতিয়ার করেই ভোট ময়দানে ঝাঁপাচ্ছে বিরোধী বিজেপি৷

আরও পড়ুন- ফিরহাদকে বিস্ফোরক চিঠি ‘বঞ্চিত’ জিতেন্দ্রর, দিলেন ইস্তফা

রাজ্যের বেকার যুবক যুবতীদের কাছে পৌঁছনোর লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে বঙ্গ বিজেপি নেতৃত্ব৷ আগামী দু’ মাসের মধ্যে রাজ্যের ৭৫ লক্ষ যুবক যুবতীর কাছে যুব মোর্চা পৌঁছে যাবে বলে রবিবার হেস্টিংসে বিজেপি’র দফতরে বসে দাবি করেছেন সাংসদ সৌমিত্র খাঁ৷ শুধু তাই নয়, ক্ষমতায় এলে তাঁদের কর্মসংস্থানের ব্যবস্থা করার কথাও দাবি করেছেন তিনি৷ তবে কি নতুন করে স্বপ্ন দেখবে রাজ্যের বঞ্চিত বেকাররা? জবাবে বিজেপি’র সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায় কিন্তু সতর্ক৷ তিনি বলেন, ‘‘রাজ্যের মানুষকে অবহিত করার জন্য আমরা এই প্রকল্পের সূচনা করতে চলেছি৷ তবে কখনই বলা সম্ভব নয় বিজেপি ৭৫ লক্ষ বেকার যুবক যুবতীকেই চাকরি দেব৷ তবে আমরা সব সময়ই তাঁদের পাশে থাকব৷’’  

মুকুল রায় যাই বলুন,  চাকরির প্রতিশ্রুতির নিয়ে অন্য সুর সৌমিত্র খাঁর গলায়৷ তাঁর দাবি, ‘‘আমাদের লক্ষ্য আর নয় অন্যায়, আর নয় বেকারত্ব৷ রাজ্যের ৭৫ লক্ষ যুবক যুবতীর কাছে আমরা ‘চাকরির প্রতিশ্রুতি কার্ড’ নিয়ে পৌঁছে যাব৷ বঙ্গে বিজেপি ক্ষমতায় এলে আগামী পাঁচ বছরের মধ্যে ঘরে ঘরে চাকরি হবে৷ তা সরকারি হোক বা বেসরকারি৷’’ এই উদ্দেশে ৭৮ হাজার বুথে ৭৫ লক্ষ বেকার যুবক যুবতীয় নাম ঠিকানা সংগ্রহ করা হয়েছে৷ এই কর্মসূচির মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে যাবে রাজ্যে ঠিক কতজন বেকার রয়েছে৷ তাঁর কথায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২ কোটি যুবক যুবতীকে চাকরি দেওয়ার দাবি করেছেন৷ কিন্তু এই অভিযানে স্পষ্ট কপে দেবে আদতে কতজন যুবক যুবতী চাকরি পেয়েছেন৷  

আরও পড়ুন- মৃত বিজেপি কর্মী উলেন রায়ের স্ত্রীকে কেন্দ্র সরকারের চাকরি? বাড়ছে জল্পনা

মুকুল রায় বলেন, রাজ্যে টেট নিয়েও বিস্তর জলঘোলা হয়েছে৷ সাড়ে ষোল হাজার টেট উত্তীর্ণ প্রার্থীকে চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ কিন্তু সেই নিয়োগপত্রই বাতিল করে দিয়েছে৷ অন্যদিকে ২ লক্ষ বেকার যুবক বাইক কেনার জন্য ঋণ দেওয়ার কথা বলা হয়েছে৷ কিন্তু কবে দেওয়া হবে সেই টাকা৷ এই রবিষয়ে কিছুই বলা হয়নি৷ সুপ চড়িয়ে সৌমিত্র খাঁ বলেন, ‘‘হার্মাদ বাহিনী বৃদ্ধি করার জন্য এই বাইক দেবেন মুখ্যমন্ত্রী৷’’ 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × four =