মৃত বিজেপি কর্মী উলেন রায়ের স্ত্রীকে কেন্দ্র সরকারের চাকরি? বাড়ছে জল্পনা

কলকাতা: মৃত বিজেপি কর্মী উলেন রায়ের স্ত্রীকে নাকি কেন্দ্রের তরফে কাজ দেওয়া হতে পারে। সম্প্রতি এমন খবরই শোনা যাচ্ছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, মৃত বিজেপি কর্মীর বাড়িতে প্রতিনিধি পাঠিয়েছিলেন তৃণমূল বিধায়ক খগেশ্বর রায়। শুক্রবারই দলীয় কর্মীদের উলেন রায়ের বাড়িতে পাঠিয়েছিলেন তিনি। কিন্তু অভিযোগ তৃণমূলের প্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছতেই বিজেপি কর্মীরা তাঁদের ঘিরে ধরেন। এই পরিস্থিতিতে পিছু হটতে কার্যত বাধ্য হন তৃণমূল কর্মীরা।

কলকাতা: মৃত বিজেপি কর্মী উলেন রায়ের স্ত্রীকে নাকি কেন্দ্রের তরফে কাজ দেওয়া হতে পারে। সম্প্রতি এমন খবরই শোনা যাচ্ছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, মৃত বিজেপি কর্মীর বাড়িতে প্রতিনিধি পাঠিয়েছিলেন তৃণমূল বিধায়ক খগেশ্বর রায়। শুক্রবারই দলীয় কর্মীদের উলেন রায়ের বাড়িতে পাঠিয়েছিলেন তিনি। কিন্তু অভিযোগ তৃণমূলের প্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছতেই বিজেপি কর্মীরা তাঁদের ঘিরে ধরেন। এই পরিস্থিতিতে পিছু হটতে কার্যত বাধ্য হন তৃণমূল কর্মীরা।

তৃণমূলের নেতাদের বক্তব্য অনুযায়ী, মৃত উলেন রায়ের বাড়ি এরপ্রকার ঘেরাও করে রেখেছেন বিজেপি কর্মীরা। আর বিজেপির তরফে দাবি, তৃণমূল যাতে কোনওরকম ভাবে উলেন রায়ের পরিবারের সদস্যদের ভুল বোঝাতে না পারেন বা জোর করতে না পারেন তাই বাড়ি ঘেরাও হয়েছে। তবে তারা ঘেরাও করেনি। প্রতিবেশীরাও উলেন রায়ের বাড়ি ঘিরে রেখেছেন। বিজেপি একাংশের দাবি, উলেন রায়ে মৃত্যুর পরে প্রায় সপ্তাহখানেক কেটে গিয়েছে। কিন্তু এখনও তাঁর পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হয়নি। দেহ নিয়ে লজ্জাজনকভাবে আইনি টানাপোড়েন চলছে। এই পরিস্থিতিতে মৃত বিজেপি কর্মীর স্ত্রীকে কেন্দ্রীয় সরকারি চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। শোনা যাচ্ছে তার প্রক্রিয়াও নাকি শুরু হয়ে গিয়েছে। 

গোটা বিষয়টি দেখভালের দায়িত্বে রয়েছেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়। শোনা যাচ্ছে, রেল বা পিএফ দফতরে চাকরি পেতে পারেন উলেন রায়ের স্ত্রী। এনিয়ে নাকি স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে কথাবার্তাও চলছে বিজেপি নেতৃত্বের। এদিকে পর্যটনমন্ত্রী গৌতম দেব পরিস্থিতি স্বাভাবিক হলে উলেন রায়ের পরিবারের সঙ্গে যোগাযোগের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি এও বলেছেন, প্রয়োজন পড়লে উলেন রায়ের পরিবারের সদস্যরা তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেন। ওই এলাকার তৃণমূল বিধায়ক খগেশ্বর রায় প্রতিনিধি পাঠানোর কথা জানিয়ে বলেন, প্রতিনিধিদের নানা কথা বলা হয়েছে। উলেন রায়ের অন্ত্যেষ্টির পর তিনি তাঁর বাড়ি যাবেন। তাঁকে অপমান সহ্য করতে হলেও তিনি পিছপা হবেন না। বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামী দাবি করেছেন, এলাকার মানুষই ওই পরিবারকে আগলে রাখছেন। তৃণমূল নেতারা গেলে তাঁরাই প্রশ্ন করছেন। তিনি এও বলেছেন, উলেন রায়ের পরিবারের দায়িত্ব তাঁদের। কিন্তু মৃত ব্যক্তির স্ত্রীয়ের কেন্দ্র সরকারের চাকরির বিষয়ে তিনি কিছু বলতে পারবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − three =