টিজিটি স্কেলের দাবিতে ফের পথে নামছে বিজিটিএ, ১৯-এ হবে ‘শিক্ষা বাঁচাও’

টিজিটি স্কেলের দাবিতে ফের পথে নামছে বিজিটিএ, ১৯-এ হবে ‘শিক্ষা বাঁচাও’

কলকাতা: ২০১৯ সালে প্রকাশিত রেপোয় গ্র্যাজুয়েট শিক্ষকদের টিজিটি (ট্রেনড গ্র্যাজুয়েট টিচার) স্কেল না দিয়ে হাইকোর্টের রায়কে অবমাননার অভিযোগ উঠেছিল রাজ্য সরকার ও পশ্চিমবঙ্গ শিক্ষা দফতরের বিরুদ্ধে৷ এর পর থেকে টিজিটি স্কেলের দাবিতে দীর্ঘ আন্দোলন করে আসছে গ্রাজুয়েট শিক্ষকদের অরাজনৈতিক শিক্ষক সংগঠন বিজিটিএ।  শিক্ষামন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী, বিভিন্ন দফতরে ঘুরে নিজেদের দাবি পত্র পৌঁছে দিয়েছেন সংগঠনের সদস্যরা। আন্দোলন হয়েছে রাস্তায় নেমে৷ কিন্তু কোনও সুরাহা হয়নি। এবার ‘শিক্ষা বাঁচাও পদযাত্রা’র ডাক দিল বিজিটিএ৷ 

আরও পড়ুন-  চিকিৎসক নিয়োগে বড়সড় দুর্নীতি! একাধিক বিভাগে একই শিক্ষকের নাম নিয়ে শোরগোল

আগামী ১৯ ফেব্রুয়ারি এই পদযাত্রার ডাক দিয়েছে বিজেপি’র শিক্ষা সেল৷ তাঁদের আন্দোলনের অন্যতম বিষয় হতে চলেছে গ্র্যাজুয়েট শিক্ষকদের টিজিটি স্কেল৷ রাজ্যে গ্র্যাজুয়েট শিক্ষকদের যা বেতন স্কেল হওয়া উচিত, সেই স্কেল থেকে বঞ্চিত টিজিটি শিক্ষকরা৷ এর আগে বহুবার তাঁদের আন্দোলনে শাসক দল সহ বিভিন্ন রাজনৈতিক দল ও শিক্ষক সংগঠনকে আহ্বান জানানো হয়েছিল বিজিটিএ-র তরফে। সেখানে অন্যান্য শিক্ষক সংগঠন উপস্থিত থাকলেও শাসক দলের তরফে কেউ আসেননি।

১৯ ফেব্রুয়ারি তাদের আন্দোলনে অংশগ্রহণের জন্য শিক্ষক সেলের তরফে বিজিটি-এর রাজ্য সম্পাদককে একটি আমন্ত্রণপত্র দিয়ে উক্ত সভায় গ্রাজুয়েট শিক্ষকদের যোগদানের জন্য অনুরোধ করা হয়েছে। এবিষয়ে বিজিটিএ রাজ্য সম্পাদক সৌরেন ভট্টাচার্য বলেন-“টিজিটি এর দাবিতে যে শিক্ষক সংগঠনই আন্দোলন করক না কেন, তারা যদি আমাদের আমন্ত্রণ জানায় আমরা যাব৷ সংগঠনের ব্যানারে অরাজনৈতিক স্বাতন্ত্রতা বজায় রেখে দল, রং সব ভুলে  সেখানে উপস্থিত হব।” 

আরও পড়ুন- রাজ্যের সব জেলা থেকে সেনাবাহিনীতে নিয়োগ, ব়্যালির দিনক্ষণ ঘোষণা

বিজিটিএ-র রাজ্য সভাপতি ধ্রুবপদ ঘোষাল বলেন, ‘‘রাজ্য সরকার টিজিটির দাবিকে এখনও মান্যতা দেয়নি। আমাদের দাবিকে যারা মান্যতা দেবে আমরা তাদের পাশে থাকব। আইনি 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + 19 =