রাজ্যের সব জেলা থেকে সেনাবাহিনীতে নিয়োগ, ব়্যালির দিনক্ষণ ঘোষণা

রাজ্যের সব জেলা থেকে সেনাবাহিনীতে নিয়োগ, ব়্যালির দিনক্ষণ ঘোষণা

 

র‍্যালির মাধ্যমে ভারতীয় সেনাবাহিনীতে নিয়োগ করা হবে কয়েক হাজার ফার্মাসিস্ট। এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, মুর্শিদাবাদ, নদীয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, মালদা, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং কোচবিহার জেলা থেকে নিয়োগ করা হবে ফার্মাসিস্ট পদে।

এই বিজ্ঞপ্তিতে আরো যেসব গুরুত্বপূর্ণ তথ্য জানানো হয়েছে তা নিম্নরূপ:
(১) র‍্যালিটি আগামী ৪ ঠা এপ্রিল অনুষ্ঠিত হবে ওড়িশার গোপালপুরে, যেখানে কেবলমাত্র ছেলেরাই অংশগ্রহণ করতে পারবেন।

(২) র‍্যালিতে অংশগ্রহণ কিরার জন্য আগামী ১৮  মার্চের মধ্যে আবেদন করতে হবে www.joinindianarmy.nic.in-এই ওয়েবসাইট থেকে। আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বৈধ ইমেল আইডি থাকতে হবে, যেখানে মেল মারফৎ এডমিট কার্ড পাঠানো হবে আগামী ২০ থেকে ২৫ শে মার্চের মধ্যে।

(৩) এই পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে এবং অন্তত ৫৫% নম্বর সহ ডি-ফার্ম কোর্স অথবা অন্তত ৫০% নম্বর সহ বি-ফার্ম কোর্স পাশ করতে হবে। এসবের পাশাপাশি প্রার্থীর নাম স্টেট ফার্মাসি কাউন্সিল অথবা ফার্মাসি কাউন্সিল অব ইন্ডিয়ায় নথিভুক্ত থাকতে হবে।

(৪) উক্ত পদে আবেদনকারীর বয়স আগামী ০১.১০.২০২০ তারিখের মধ্যে ১৯ থেকে ২৫ বছর বয়সের মধ্যে হতে হবে।

(৫) সাধারণ প্রার্থীদের উচ্চতা হতে হবে ১৬৯ সেমি(তফসিলি উপজাতিদের ক্ষেত্রে ১৬২ সেমি এবং গোর্খাদের ক্ষেত্রে ১৫৯ সেমি)। পাশাপাশি প্রার্থীর বুকের ছাতি না ফুলিয়ে কমপক্ষে ৭৭ সেমি এবং ফুলিয়ে ৮২ সেমি হতে হবে। দৈহিক মাপজোপের ক্ষেত্রে জাতীয় ও রাজ্য স্তরের খেলোয়াড়রা উচ্চতা, বুকের ছাতির মাপ ও ওজনে যথাক্রমে ২ সেমি, ৩ সেমি ও ৫ কেজি ছাড় পাবেন, এবং প্রাক্তন সমরকর্মী ও যুদ্ধে নিহত সৈনিকের ছেলেরা একই ক্ষেত্রে যথাক্রমে ২ সেমি, ১ সেমি ও ২ কেজি ওজনের ছাড় পাবেন।

(৬) প্রার্থী বাছাই হবে দৈহিক মাপজোপ, দৈহিক সক্ষমতা, নথিপত্র যাচাই, মেডিক্যাল টেস্ট ও লিখিত পরীক্ষার মাধ্যমে। দৈহিক সক্ষমতার পরীক্ষায় থাকবে- সর্বাধিক ৫.৪৫ মিনিটে ১.৬ কিমি দৌড় (আগে দৌড় শেষ করলে বোনাস নাম্বার পাওয়া যাবে), জীগজ্যাগ ব্যালেন্স, ১০ টি বিম ও ৯ ফুল লং জাম্প (ডিচ)। দৈহিক সক্ষমতার পরীক্ষায় পাশ করলে হবে মেডিক্যাল টেস্ট ও লিখিত পরীক্ষা। এর দিনক্ষণ র‍্যালির দিনেই জানিয়ে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − twelve =