বদলি থেকে নিয়োগ, ন’দফা দাবি পেশ বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির

বদলি থেকে নিয়োগ, ন’দফা দাবি পেশ বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির

কলকাতা: জেলার অভ্যন্তরে অবিলম্বে শিক্ষক বদলির প্রক্রিয়া শুরু করতে হবে৷ এছাড়াও শিক্ষক নিয়োগ ও বিদ্যালয়ে ক্লাস শুরু সহ নয় দফা দাবিপত্র পেশ করল বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কমিটি৷ সোমবার ৯ নভেম্বর এই দাবিপত্র পেশ করা হয়৷ 

আরও পড়ুন- ২০২১ সালে কতটা বাড়তে পারে আপনার বেতন? বলছে সমীক্ষা

দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ ও সহ জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শকের কাছে এই নয় দফা দাবি পত্র পেশ করা হয়েছে৷ পাশাপাশি কমিটির তরফে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সভাপতি এবং সহ জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শকের কাছে স্কুলে অনলাইন ক্লাস শুরু করা, শিক্ষক বদলি ও শূন্য পদে শিক্ষক নিয়গের দাবিও জানানো হয়েছে।

কমিটির সম্পাদক ফজলুল হক বলেন ‘‘হাইস্কুলে ক্লাস ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।  অনেক দূর থেকে ছাত্রছাত্রীদের  ক্লাস করতে আসতে হচ্ছে। অন্যদিকে গুটিকয়েক পাড়ার ছাত্রছাত্রীদের নিয়ে প্রাথমিক বিদ্যালয়গুলি চললেও, পঠনপাঠন  শুরুর ব্যাপারে সরকার নির্বিকার। ” অভিভাবকদের দাবি বিদ্যালয়ে অবিলম্বে ক্লাস শুরু করা হোক। দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় পিছিয়ে পড়ছে পড়ুয়ারা৷ তাঁদের দাবি পূরণ করতেই  অভিভাবক ও শিক্ষক সংগঠনগুলির সঙ্গে কথা বলে স্কুলে ক্লাস শুরু করার দাবি জানিয়েছেন তিনি৷ 

আরও পড়ুন- দিতেই হবে সম কাজে সম বেতন! ফের আন্দোলনের পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ

প্রসঙ্গত, নির্দিষ্ট জেলা শুধু নয়, শিক্ষক বদলি নিয়ে রাজ্যজুড়ে আন্দোলন চালাচ্ছেন শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা৷ বদলি সংক্রান্ত ইস্যুতে সম্প্রতি ফের বিকাশ ভবনে ডেপুটেশন জমা দিয়েছে শিক্ষক সংগঠন৷ জেলা বদলি,  অনলাইনে জেনারেল বদলি এবং অনলাইন মিউচুয়াল বদলির ক্ষেত্রে যে সমস্যাগুলি দেখা দিয়েছে, তার সমাধান চেয়ে বিকাশ ভবনে ডেপুটেশন জমা দেয় শিক্ষক সংগঠন ‘অল পোস্ট গ্র্যাডজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’- এর ট্রান্সফার ইউনিট ‘অল বেঙ্গল ট্রান্সফার ফোরাম’।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *