কলকাতা: আগামী ১১ ডিসেম্বর টেট পরীক্ষা। লক্ষ্মীপুজোর পর থেকে যে ফর্ম ফিলাপ শুরু হয়েছিল তা শেষ হয়েছে। আর তারপর প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে যে প্রায় ৭ লক্ষ জন পরীক্ষায় বসার জন্য আবেদন করেছেন। গতকাল রাত ১২ টায় শেষ হয়েছে আবেদনের সময়সীমা। শুক্রবার সকালেই এই তথ্য সামনে এসেছে। এর আগে ২০১৭ সালে আবেদনকারীর সংখ্যা ছিল আড়াই লক্ষ।
আরও পড়ুন: পশ্চিমবঙ্গের গর্বের জায়গাটা ফিরিয়ে আনতে হবে: বিচারপতি গঙ্গোপাধ্যায়
প্রাথমিক শিক্ষা সংসদের অ্যাড হক কমিটির বৈঠকের পর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক করেন সংসদ সভাপতি গৌতম পাল। পরে তিনি জানিয়েছিলেন যে, ১১ ডিসেম্বর হবে পরীক্ষা। ১১ হাজার শূন্যপদের জন্য শুরু হবে নিয়োগ প্রক্রিয়া। সেই পরীক্ষার জন্যই আবেদনকারী ৬ লক্ষ ৯০ হাজার। ইতিমধ্যেই টেটের জন্য পর্ষদের গাইডলাইন প্রকাশ হয়েছে। আগামী ১১ ডিসেম্বর বেলা ১২টা থেকে আড়াই ঘণ্টা পরীক্ষা হবে। তবে পরীক্ষার্থীদের দু’ঘন্টা আগে রিপোর্ট করতে হবে পরীক্ষা কেন্দ্রে। এছাড়া গাইডলাইন প্রকাশের পাশাপাশি টেটের সিলেবাস থেকে নমুনা প্রশ্ন প্রকাশ করেছে পর্ষদ।
তবে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালের বক্তব্য ছিল যে, এবার থেকে প্রত্যেক বছর টেট হবে, দু’বার নিয়োগ হবে বছরে। টেট ও নিয়োগ সংক্রান্ত কাজে কোনও তদন্ত হলে তিনি সহযোগিতা করবেন। তবে তিনি এও বলেন, টেট পাশ করা মানে চাকরি নয়। ২০১৪ সালে এবং ২০১৭ সালে পাশ করেছি বলে, চাকরি দিতে হবে, এটা নিয়ম নয়। টেট হল যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা।