Aajbikel

পশ্চিমবঙ্গের গর্বের জায়গাটা ফিরিয়ে আনতে হবে: বিচারপতি গঙ্গোপাধ্যায়

 | 
অভিজিৎ

কলকাতা: নিয়োগ কেলেঙ্কারি সহ গরু, কয়লা পাচারের মতো কাণ্ডে জর্জরিত পশ্চিমবঙ্গ। ইতিমধ্যে দুর্নীতিতে জড়িত সন্দেহে একাধিক গ্রেফতারি করেছে সিবিআই, ইডি। এদিকে, দীর্ঘ সময় ধরে যোগ্য চাকরিপ্রার্থীরা অবস্থান-বিক্ষোভ করে আছেন। এইসব চিত্র গোটা দেশের মানুষ দেখছেন। পুরো বিষয়টি যে জাতীয় স্তরে এসে গিয়েছে তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। এই নিয়েই এবার মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি জানালেন, পশ্চিমবঙ্গের গর্বের জায়গাটা ফিরিয়ে আনতে হবে। তবে হঠাৎ এই কথা কেন বললেন তিনি?

আসলে সম্প্রতি ভুবনেশ্বর থেকে ফিরছিলেন বিচারপতি। সেই সময় তাঁকে উদ্দেশ্য করে কটূক্তি করেছিল কিছু ছাত্র। তারা বলেছিল, পশ্চিমবঙ্গে টাকা নিয়ে চাকরি দেওয়া হয়। এই বিষয়টিই বিচারপতিকে বেশ আঘাত দিয়েছিল। সেই প্রসঙ্গ টেনেই এদিন তিনি এমন মন্তব্য করেন। জানান, যেভাবেই হোক বাংলার গর্ব ফিরিয়ে আনতে হবে। এদিকে, পার্থ চট্টোপাধ্যায় প্রসঙ্গে তিনি বলেন, তাঁর জীবদ্দশায় হয়তো মূল অপরাধীকে ধরতে পারবেন না তিনি কিন্ত ইডি, সিবিআই হয়তো আসল অপরাধীকে ধরতে পারবে। তিনি এও জানান, পার্থ চট্টোপাধ্যায়ের সারমেয় এবং যিনি তাদের প্রতিপালন করছেন, তাঁর সম্পর্কে সব জানেন তিনি।

Around The Web

Trending News

You May like