‘আর হবে না শিক্ষক নিয়োগ’, অডিও-ক্লিপ ফাঁস করে শিক্ষামন্ত্রীকে বিঁধলেন অনুপম

‘আর হবে না শিক্ষক নিয়োগ’, অডিও-ক্লিপ ফাঁস করে শিক্ষামন্ত্রীকে বিঁধলেন অনুপম

কলকাতা: রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে প্রার্থীদের মধ্যে দীর্ঘ দিন ধরেই অসন্তোষ দানা বেঁধেছে৷ চাকরি না পেয়ে হতাশায় ভুগতে শুরু করেছে একদল টেট পাশ করা প্রার্থী৷ দাবি করা হচ্ছে, সম্প্রতি টেট উত্তীর্ণ এক যুবক কথা বলেছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে৷ তাঁদের সেই কথোপকথনের অডিও-ফাঁস করে কোমর বেঁধেছে বিজেপি৷ অডিও-ফাঁস করে দাবি করা হচ্ছে, ‘শিক্ষামন্ত্রী’ বলে কাউকে স্পষ্ট বলতে শোনা যায়, ‘‘এখন আর চাকরি হবে না৷’’ এর পরেই ব্যাঙ্গাত্মক সুরে পার্থ চট্টোপাধ্যায়কে বিঁধলেন বিজেপি নেতা অনুপম হাজরা৷ মেজাজ না হারিয়ে তাঁকে শান্ত থাকার পরামর্শও দিলেন তিনি৷ 

আরও পড়ুন- প্রকাশ্যে আসছেন ‘দাদার অনুগামীরা’, কোন ইঙ্গিত দিচ্ছেন তাঁরা?

অনুপম হাজরার ফেসবুক পোস্ট করা অডিওটি শিক্ষামন্ত্রীর বলে দাবি করা হয়েছে৷ টেট পাশ করা এক যুবকের সঙ্গে কথোপকথনের অডিও ক্লিপে দাবি করা হয়েছে, ওই যুবক টেট পাশ করে নিয়োগের অপেক্ষায় রয়েছেন৷ কিন্তু কবে হবে নিয়োগ? এর উত্তরে ‘শিক্ষামন্ত্রী’ বলে দাবি করা অন্য প্রান্ত থেকে বলতে শোনা গিয়েছে, ‘‘আর কিছু হবে না ভাই৷ এক বছর শিক্ষকদের বেতন দেওয়া হচ্ছে৷ অথচ একটা ক্লাসও হচ্ছে না৷ এই পরিস্থিতিতে নতুন করে শিক্ষক নিয়োগের কথা ভাবতে পারছে না সরকার৷’’ এর পরই ওই প্রার্থী বলেন, আপনার কথা মতো আমরা ট্রেনিং করেছি৷ এই কথা শুনেই বেজায় চটে যান ‘শিক্ষামন্ত্রী’৷ তিনি বলেন, ‘‘ট্রেনিং করতে কে বলেছিল আপনাকে? সবাই কষ্ট করে পড়েছে৷ ২ লক্ষ প্রার্থী পাশ করে বসে রয়েছে৷ তাবলে ২ লক্ষ শিক্ষক নেওয়ার মতা ক্ষমতা আছে?’’ 

ওই প্রার্থী জানান, ১ লক্ষ ২০ হাজার প্রার্থী পাশ করেছে৷ তার মধ্যে ৪০ হাজার নিয়োগ পেয়েছে৷ এ কথা শুনেও ক্ষিপ্ত হয়ে ওঠেন ‘শিক্ষামন্ত্রী’ বলে দাবি করা অন্য প্রান্ত থাকা এক ব্যক্তি৷ তিনি বলেন, ‘‘তাহলে কি ১ লক্ষ ২০ হাজার প্রার্থীকেই নিয়োগ করা হবে? আপনি জানেন এমন কত স্কুল আছে যেখানে শিক্ষক আছে কিন্তু ছাত্র নেই? জায়গা থাকলে নিশ্চই নিয়োগ হবে৷ নিয়ম মেনেই নিয়োগ করা হবে৷ আমার আশায় কেন বসে থাকবেন আপনারা? নিজের যোগ্যতার উপর নির্ভর করে বসে থাকুন৷ টেট পাশ করেছেন তো কী হয়েছে? জায়গা না থাকলে কী করে নিয়োগ হবে?’’ 

আরও পড়ুন- ‘পথশ্রী’ প্রকল্পের টাকা জোগাচ্ছে ‘গৌরী সেন’ কেন্দ্র?  উঠছে প্রশ্ন

চাকরি প্রার্থী ওই যুবকের সঙ্গে কথা বলতে গিয়ে রীতিমতো মেজাজ হারান অন্যপ্রান্তে থাকা ‘শিক্ষামন্ত্রী’৷ এই অডিও ক্লিপংস তুলে ধরেই সারাসরি রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তির ছোড়েন অনুপম হাজরা৷ তিনি লেখেন, “পার্থ দা, মেজাজ হারাবেন না৷ জনগণ যদি মেজাজ হারায়, কাহলে বাংলায় আপনাদের টেকা দায় হবে! বেচারা প্রার্থীটি অনেক কষ্ট করে পড়াশোনা করার পর পাশ করেছে৷ এত বছর ধরে চাকরির জন্য অপেক্ষা করছে৷ ট্রেনিং করার পর আপনার কাছ থেকে মাত্র কয়েকটা প্রশ্নের উত্তর জানতে চেয়েছিল৷ তৃণমূল সরকারের টেট দুর্নীতি কারও অজানা নয়৷ তাই চাকরি দিতে না পারেন, নিদেন পক্ষে চাকরিপ্রার্থীটির সঙ্গে ভালোভাবে কথা তো বলুন।” অনুপম হাজরা এই অডিও ক্লিপটি প্রকাশ্যে আনার পরই রীতিমতো অস্বস্তিতে পড়েছেন শিক্ষামন্ত্রী৷ যদিও একদা তৃণমূল সাংসদ তথা বর্তমানে বিজেপি নেতা অনুপম হাজরার পোস্ট করা অডিও’র সত্যতা যাচাই করেনি আজ বিকেল ডট কম৷ (টেট বিক্ষোভের ফাইল ছবি)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − four =