বিক্ষোভের জেরে বদলি? ক্ষোভে ফুঁসছে শিক্ষক মহল

বিক্ষোভের জেরে বদলি? ক্ষোভে ফুঁসছে শিক্ষক মহল

 

কলকাতা:  বিক্ষোভের জেরে শিক্ষকদের বদলি? নবান্ন, বিকাশ ভবন ও শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভের জেরেই কি এই শাস্তি?  বিক্ষোভরত শিক্ষক-শিক্ষিকাদেরই বদলির অভিযোগ উঠেছে৷ চুক্তি ভিত্তিক শিক্ষক সহ ১৭ জনকে উত্তরবঙ্গে বদলি করা হয়েছে৷ 

আরও পড়ুন- রেলে চকরির ডিগ্রি কোর্সে ভর্তির সুযোগ

প্রসঙ্গত, বৃহস্পতিবার বেশ কয়েকজন শিক্ষক-শিক্ষিকাকে বদলির সিদ্ধান্ত নেওয়া হয়৷ এর মধ্যে কয়েকজন প্রাথমিক শিক্ষক৷  প্রাথমিক শিক্ষক পর্ষদের তরফে তাঁদের বদলির নির্দেশ দেওয়া হয়েছে৷ পাশাপাশি কিছু চুক্তিভিত্তিক শিক্ষক এবং শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষক-শিক্ষিকারাও রয়েছেন৷ অভিযোগ, যে সকল শিক্ষক-শিক্ষিকাকে বদলি করা হয়েছে তাঁরা গত বুধবারই নবান্নের অদূরে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন৷ বিক্ষোভ দেখানোর সঙ্গে সঙ্গে পুলিশ তাঁদের গ্রেফতারও করে নিয়ে যায়৷ এর আগে বিকাশ ভবনের সামনেও বিক্ষোভ দেখিয়েছিলেন তাঁরা৷ এমনকী শিক্ষামন্ত্রীর বাড়ির সামনেও কয়েকজন বিক্ষোভ দেখিয়েছিলেন৷ এই বিক্ষোভের জেরেই তাঁদের বদলি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে৷ যদিও এপ্রসঙ্গে কোনও মন্তব্য করেনি বিকাশ ভবন ও স্কুল শিক্ষা দফতর৷   
 

অভিযোগ, বিভিন্ন দাবি-দাওয়া আদায়ে সারা বছর ধরেই আন্দোলন করে চলেন এই শিক্ষক-শিক্ষিকারা। যার জেরে অতিষ্ঠ রাজ্য সরকার। এই অবস্থায় বৃহস্পতিবার শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের সভাপতি মইদুল  ইসলাম সহ ১৭ জন শিক্ষিকাকে উত্তরবঙ্গে বদলি করে দেওয়া হয়৷ মইদুল ইসলাম দক্ষিণ ২৪ পরগনার হেলিয়াগাছি অবৈতনিক প্রাথমিক স্কুলের শিক্ষক ছিলেন। তাকে বদলি করা হয়েছে কোচবিহারের বিবিগঞ্জ প্রাথমিক স্কুলে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × three =